বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গাজীপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষ,আহত ৫   * কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০   * রাঙ্গামাটির কল্পনা চাকমা অপহরণ: ২৮ বছর পর মামলা খারিজ করে দিয়েছে আদালত ;   * কক্সবাজারের চকোরিয়ার মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২   * কর্মচারীদের বোরকা পরা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ   * পঞ্চগড় উপজেলা পরিষদ নির্বাচনের ৩৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ   * বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে লাখপতি সবুজ   * চট্টগ্রামের জেলাপ্রশাসক -পুলিশ সুপার ও সাতকানিয়ার ইউএনও-ওসিকে হাইকোর্টের ভর্ৎসনা;   * বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কােন উন্নতি দেখছে না যুক্তরাষ্ট্র!   * কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কে কোন প্রতীক পেলেন  

   বিশেষ প্রতিবেদন
মানবাধিকার খবরের সহযোগিতায় অবশেষে রাঙ্গামাটি থেকে ঢাকায় ফিরল কিশোরী
  Date : 22-02-2022



করোনায় স্কুল বন্ধ থাকায় টিকটক ও লাইকিতে আসক্ত হয়ে পরে ৮ম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার রিয়া (১৫)। তাতে মা-বাবা বাধা দিলে, সে মায়ের সাথে অভিমান করে পালিয়ে রাঙ্গামাটি চলে যায়। সেখান থেকে উদ্ধার করে মানবাধিকার খবর সম্পাদক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন কিশোরীকে মা-বাবার কাছে পাঠান । রিয়া’র বাবার নাম আলমগীর গাজী। সে খিলগাঁও বার্লিং কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে পড়াশোনা করে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ গত ১৪ জুন-২০২১ রাত ১১ টায় কলাবাগান থেকে শ্যামলী পরিবহনে জরুরী অফিসিয়াল কাজে রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার সফরে বের হন মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন। গাড়ীটি রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে গিয়ে যখন আরামবাগ আসে, তখন মিথিলা আক্তার রিয়া নামে বোরকা পরিহিত একটি মেয়ে গাড়ীতে উঠে নির্ধারিত সম্পাদকের পাশের সিটে বসে। গাড়ীটি রাঙামাটির উদ্দেশ্যে চলতে চলতে কুমিল্লার জমজম হোটেলে বিরতি দেয়, তখন রাত বাজে দেড়টা।
কুমিল্লার জমজম হোটেলে বিরতির পর সব যাত্রী বাসে উঠলেও সে বাসের ভিতর উঠতে চাচ্ছে না। গাড়ীর সুপারভাইজার অশোক কারন জানতে চাইলে কিশোরী বলে, সে রাঙ্গামাটি যাবে না, ঢাকায় ফিরে যাবে। তার ভাল লাগছে না বলে অসংলঙ্গ কথাবার্তা বললে সুপারভাইজার খুব সমস্যায় পড়ে যায়। এত রাতে তাকে কোথায় রেখে যাবে। উপায় না পেয়ে সুপারভাইজার সম্পাদকের সাথে যোগাযোগ করে মেয়েটির সমস্যা সম্পর্কে বলে। গাড়ীতে উপস্থিত অন্যান্য যাত্রী ও ড্রাইভারের সামনে সম্পাদক মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেন তার সমস্যা সম্পর্কে। সে জানায়, তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার ষোলসাত রঘুনাথপুর গ্রামে, তার পিতার নাম আলমগীর গাজী। তারা ৪ ভাইবোন। বর্তমানে তারা ঢাকার খিলগাঁওতে থাকে। তার বাবার চা-কফির দোকান আছে। সে খিলগাঁও বার্লি ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। রাঙামাটিতে বেড়াতে যাচ্ছে। এর চাইতে আর বেশি কিছু বলতে চাচ্ছে না। গাড়ীতে তাকে সবাই সাহস দিয়ে রাঙ্গামাটিতে যাওয়ার জন্য অনুরোধ করে। কারন এতরাতে মেয়েটি কোথায় যাবে। গাড়ী আবারও চলতে থাকলো রাঙ্গামাটির উদ্দেশ্যে। রাঙ্গামাটির কাছাকাছি এলে যাত্রীরা সবাইযে যার মত নেমে যায়। গাড়ীতে অবশিষ্ট যাত্রী হিসাবে সম্পাদক ও কিশোরী মেয়েটি থেকে যায়। গাড়ীর শেষ স্টপেজের আগে পার্বত্য উন্নয়ন বোর্ডের সামনে সম্পাদক নেমে যেতে চাইলে গাড়ীর ড্রাইভার সুপারভাইজার অনুরোধ করে মেয়েটিকে তার গন্তব্যে পৌঁছে দিতে। তখন বাজে ভোর ৫ টা। তাড়াহুড়া করে নেমে যাওয়ার পর সম্পাদক তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। প্রতি উত্তরে মেয়েটি বলে তার যাওয়ার কোন জায়গা নেই। এখানে কোথাও সে চেনে না। এখানে সে এসে উদ্দেশ্যহীনভাবে ঘুড়তে। কারন সে মা বাবাকে না বলে পালিয়ে এসেছে। তখন সম্পাদক বিব্রতকর পরিস্থিতিতে পরে যান। এত ভোরে মেয়েটিকে কোথায় রাখবে। তার কাছে কোন আইডি কার্ড নেই, যে কোন হোটেল বা গেস্ট হাউজে রাখা যায়। শেষ পর্যন্ত সম্পাদক রাস্তায় কথা না বলে তাকে নিয়ে যায় পার্বত্য উন্নয়ন বোর্ডের গেষ্ট হাউজের অফিস রুমে। সম্পাদক ঐ দিন তাকে সাথে নিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য উন্নয়ন বোর্ড, পৌরসভা সহ বিভিন্ন অফিসে কাজ শেষে ও কাপ্তাই লেক বেড়ানোর পর সন্ধ্যা ঘনিয়ে এলে রাঙ্গামাটিতে তার কোন থাকার জায়গা না থাকায় ঢাকা থেকে শ্যামলী পরিবহনে আসা ড্রাইভার ও সুপারভাইজারের পরামর্শক্রমে ঐ দিন রাতে হানিফ পরিবহনের একটি গাড়িতে টিকিট কেটে উঠিয়ে দেওয়া হয় এবং তাকে সরাসরি মা-বাবার কাছে পৌঁছে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়। এ সময়ে সম্পাদকের সাথে ছিলেন মানবাধিকার খবরের রাঙ্গামাটি প্রতিনিধি অং কে মারমা।
দীর্ঘ সফর শেষে সম্পাদক ঢাকায় ফিরলে কিশোরী মেয়েটি সম্পাদকের সাথে সাক্ষাত করেন। মা-বাবার সাথে ভুল বোঝাবুঝির এক পর্যায়ে রাঙ্গামাটিতে পালিয়ে যাওয়ায় সে অনুতপ্ত হয় এবং তাকে ঢাকায় মা-বাবার কাছে ফিরে আসতে সহায়তা করার জন্য সম্পাদককে কৃতজ্ঞতা জানায়।
এ ব্যাপারে মানবাধিকার খবর গত জুন-২০২১ সংখ্যায় একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।



  
  সর্বশেষ
গাজীপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষ,আহত ৫
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০
রাঙ্গামাটির কল্পনা চাকমা অপহরণ: ২৮ বছর পর মামলা খারিজ করে দিয়েছে আদালত ;
কক্সবাজারের চকোরিয়ার মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308