বৃহস্পতিবার, জানুয়ারী ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
লাউ চাষে বদলে গেছে জীবন, শ্রীপুরে কৃষক দম্পতির সফল সবজি বিপ্লব
  Date : 01-01-2026

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা উত্তর পাড়া গ্রামে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক আক্তারুজ্জামান ও তাঁর স্ত্রী মর্জিনা আক্তার। পরিকল্পিত চাষাবাদ ও আধুনিক পদ্ধতি অনুসরণ করে ডাইনা ও মেটাল জাতের লাউ চাষে তারা গড়ে তুলেছেন একটি সফল সবজি বাগান। বাড়ির আঙিনা, পুকুরপাড় ও পতিত জমিজুড়ে বাঁশের মাচায় ঝুলছে সারি সারি সবুজ লাউ। চার বছর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে মাত্র ২০টি লাউয়ের চারা এনে বাড়ির পাশে রোপণ করেছিলেন আক্তারুজ্জামান। সে বছর পারিবারিক চাহিদা মিটিয়ে প্রায় ২৫ হাজার টাকার লাউ বিক্রি হয়। সেখান থেকেই লাউ চাষে আগ্রহ বাড়তে থাকে। পরের বছর পাঁচ গন্ডা জমিতে, এরপর দুই বিঘা এবং চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে লাউ চাষ করছেন তিনি।

আক্তারুজ্জামান জানান, চাষের শুরুতে ছত্রাকজনিত রোগ ও বর্ষার অতিরিক্ত বৃষ্টির কারণে প্রায় এক হাজার গাছ নষ্ট হয়ে যায়। পরে পুনরায় এক হাজার ২০০টি চারা রোপণ করেন। শ্রীপুর উপজেলার সাখাওয়াত হোসেনের বীজ ঘর থেকে বীজ সংগ্রহ করা হয়। পোকা দমনে বিষটোপ ও জৈব বালাইনাশক ফেরোমন ফাঁদ ব্যবহার করায় কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। সার হিসেবে ডিএপি ও জৈব সার ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে লাউ চাষে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে প্রায় তিন লাখ টাকার লাউ বিক্রি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মোট ২৫ লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করছেন তিনি। গত বছর চার বিঘা জমিতে লাউ চাষ করে প্রায় ১৮ লাখ টাকা বিক্রি করেছিলেন।
লাউ চাষে সার্বিকভাবে সহযোগিতা করছেন তাঁর স্ত্রী মর্জিনা আক্তার। তিনি বলেন, “চারা আনা থেকে শুরু করে রোপণ, সেচ ও আগাছা পরিষ্কারসহ প্রাথমিক সব কাজ আমি করি। এই চাষে সংসারের আয় বেড়েছে, নিজের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে।”
তিনি আরও বলেন, “আগে অন্যের অধীনে কাজ করতে হতো, এখন নিজের জমিতে কাজ করি। নারীরা চাইলে কৃষিকাজে সফল হতে পারে।”এই দম্পতির সংসারে চার কন্যাসন্তান রয়েছে। কৃষিকাজই এখন তাদের আয়ের প্রধান উৎস। কৃষি থেকে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের পড়াশোনা ও সংসারের ব্যয় নির্বাহ করছেন তারা। এক সময় আক্তারুজ্জামান রাজমিস্ত্রির কাজ করতেন। তখন সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এখন কৃষিকাজে স্বাবলম্বী হয়ে জমি কেনার পরিকল্পনাও করছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, কনকনে শীতের মধ্যেও স্বামী-স্ত্রী একসঙ্গে বাগানের পরিচর্যায় ব্যস্ত। আক্রান্ত লাউ ও শুকনো পাতা কেটে ফেলছেন, নিয়মিত জৈব সার ব্যবহার করছেন। বাঁশের মাচায় ঝুলছে ফেরোমন ফাঁদ, আর নিচে ঝুলছে শত শত লাউ।
আক্তারুজ্জামানের চাচাতো ভাই মনিরুজ্জামান বলেন, “শুরুতে ছোট পরিসরে হলেও এখন বড় পরিসরে সফলভাবে লাউ চাষ করছেন তারা। তাদের সাফল্য দেখে এলাকার অনেক কৃষক উৎসাহিত হচ্ছেন।”
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ডাইনা ও মেটাল জাতের লাউ শ্রীপুর অঞ্চলের জন্য উপযোগী। জৈব সার ও ফেরোমন ফাঁদ ব্যবহার করলে খরচ কমে এবং লাভ বাড়ে। এ ধরনের সফল কৃষক ও নারী উদ্যোক্তারা অন্যদের জন্য অনুপ্রেরণা।”
লাউ চাষে এই সাফল্যের গল্প প্রমাণ করে পরিকল্পিত উদ্যোগ, পরিশ্রম ও পারিবারিক সহযোগিতা থাকলে কৃষিই হতে পারে স্বপ্নপূরণের সবচেয়ে শক্ত ভিত্তি।



  
  সর্বশেষ
ভালুকায় দিপু হত্যা : মরদেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার
শীতের তীব্রতায় কাহিল কুড়িগ্রাম, তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে
কুড়িগ্রামে `নদীকে হত্যা প্রকল্প` বাস্তবায়ন করতে দুধকুমারে ১৫ কোটি টাকার প্রকল্প
লাউ চাষে বদলে গেছে জীবন, শ্রীপুরে কৃষক দম্পতির সফল সবজি বিপ্লব

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308