আনোয়ার
সাঈদ
তিতু,
কুড়িগ্রাম
জেলা
প্রতিনিধি:-
ভাত
খেতে
বসেছিলাম।
এমন
সময়
মাইদুলের
নেতৃত্বে
একদল
লোক
ঘরে
ঢুকে
চালের
টিন,
দরজা
ও
জানালা
ভেঙে
নিয়ে
যায়।
বারবার
অনুরোধ
করা
হলেও
শোনেনি।
এখন
পরিবার-পরিজন
নিয়ে
খোলা
জায়গায়
থাকতে
হচ্ছে।
কান্নাজড়িত
কণ্ঠে
কথাগুলো
বলছিলেন
চিলমারী
উপজেলার
অষ্টমীরচর
ইউনিয়নের
খোর্দ্দ
বাঁশপাতা
এলাকার
বাসিন্দা
৫৫
বছর
বয়সি
ফজল
উদ্দীন।
গত
২৭
আগস্ট
ভাঙনের
অজুহাত
দেখিয়ে
ফজল
উদ্দীনের
মতো
আবাসনের
.....