দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের আবাসিক এলাকায় আধুনিক সুবিধাসম্পন্ন ইউনিব্লক রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই রাস্তাটির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জনাব রাজিব কুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপজেলা প্রকৌশলী, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের আবাসিক এলাকায় নির্মিত এই রাস্তা ইউনিব্লক পদ্ধতিতে নির্মিত হওয়ায় এটি এলাকাবাসীর মাঝে নতুন মাত্রা যোগ করেছে। আধুনিক এবং টেকসই এই নির্মাণকাজ বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম. আলী কনস্ট্রাকশন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এটি রামগতি উপজেলায় প্রথম ইউনিব্লক রাস্তা হিসেবে গৃহীত ও বাস্তবায়িত প্রকল্প, যা অন্যান্য এলাকার উন্নয়ন প্রকল্পে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তাটি আগে অনেক খারাপ ছিল, বর্ষা মৌসুমে চলাফেরা করা যেত না। এখন সুন্দরভাবে পায়ে হেঁটে কিংবা গাড়ি নিয়ে চলাচল করা যাচ্ছে।”
জেলা প্রশাসক উদ্বোধনী বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক অবকাঠামো পৌঁছে যাচ্ছে। এই প্রকল্প তারই একটি প্রমাণ। ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।