দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি এবং আধুনিক স্বেচ্ছাসেবক রাজনীতির রূপকার মরহুম শফিউল বারী বাবু-এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল আজ ২৮ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং, তার জীবনের আদর্শ ও সংগ্রামী চেতনার স্মৃতিচারণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন,সাবেক ছাত্রদল নেতা মো. হাফিজুর রহমান বলেন,
“শফিউল বারী বাবু শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের অনুপ্রেরণা। তার নেতৃত্ব ও আদর্শ ছাত্র রাজনীতিকে একটি নতুন মাত্রা দিয়েছে।”
স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা বলেন,
“যেখানে অন্যরা সুবিধাবাদে হারিয়ে যায়, সেখানে বাবু ভাই ছিলেন আপসহীন। তার মতো সাহসী, ত্যাগী ও চিন্তাশীল নেতার অভাব বিএনপি’র রাজনীতিতে প্রতিনিয়ত অনুভব করছি।”
দোয়া মাহফিলে উপস্থিত নেতারা আরও বলেন,
“আমরা বাবু ভাইয়ের স্বপ্ন ও চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই হবে প্রকৃত শ্রদ্ধা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জাতীয়তাবাদী রাজনীতির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তার কর্মময় জীবনের মাধ্যমে তিনি হাজারো তরুণের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।