মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে তিনজনসহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মো. নাসির উদ্দিন
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে তিনজনসহ ভর্তি সবার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মো. নাসির উদ্দিন। দুপুরে, তিনি একথা জানান। এসময় তিনি বলেন, এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফেরার অবস্থায় রয়েছে। এখন মোট ভর্তি রয়েছে ৩৩ জন। গেলো রাতে দগ্ধ শাহেল ফারাবী আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। জাতীয় বার্ন ইন্সটিটিউটসহ বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ফিরে গেছেন।