মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃ নির্ধারণের নামে বাগেরহাটের একটি আসন হ্রাস করার প্রতিবাদে এবং পূর্বের ০৪ আসন পুর্ণবহাল করার দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩১আগষ্ঠ) বেলা ১১টায় চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নের্তৃত্ব দেন চিতলমারী উপজেলা বি,এন,পির নব নির্বাচিত সভপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
বক্তব্যে টুলু বিশ্বাস বলেন, প্রধান নির্বাচন কমিশনার এর এই হটকারি সিদ্ধান্ত বাগেরহাট বাসীর জন্য দুঃখজনক। জনগণ বাগেরহাটের ০৪ আসন টি পুর্ণবহাল দাবী করেন। অনতী বিলম্বে এই দাবী বাস্তবায়ন করা হোক।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বি,এন,পির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শিপন মুন্সী, নব-গঠিত বি,এন,পির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান, সন্তষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গাউছ কাজীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।