মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫ অনুষ্ঠিত
হোটেল লা মেরিডিয়ান বলরুমে অনুষ্ঠিত হলো মেগাস্টার ফিলিপাইন ও গ্লোবালব্রান্ডস মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫।
জমকালো এই গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের সম্মাননা প্রদান করেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চিত্র নায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন। চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা, ফার্স্ট রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও সেকন্ড রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা । অনুষ্ঠানে এ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অপু বিশ্বাস ,কুসুম শিকদার ও রুনা খান প্রমুখ ।
বিচারক প্যানেলে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ইভান শাহরিয়ার সোহাগ , রয়া চৌধুরী প্রমুখ । ফ্যাশন শো নৃত্য ও নানা আয়োজনে মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫ জমকালো অনুষ্ঠানে পরিনত হয়েছিল ।