উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট কচুয়া উপজেলা শাখার ১৫ তম ত্রি- বার্ষিক কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউট কচুয়া উপজেলা শাখার আয়োজনে ১৫ তম ত্রি- বার্ষিক কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নাওশাদ এর সভাপতিত্বে ত্রি- বার্ষিক কাউন্সিলে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস,সাংবাদিক খান সুমন। এছাড়া ও বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন প্রাথমিক ভাবে কণ্ঠ ভোটের মাধ্যমে বাংলাদেশের স্কাউট কচুয়া উপজেলা শাখার আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।