বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে অটোচালক হত্যার মূল আসামি কুমিল্লা র‍্যাব ১১ হাতে আটক
  Date : 16-12-2025

মওদুদ আব্দুল্লাহ শুভ্র ( ব্যুরো চীফ- কুমিল্লা):- কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশা চালক মাঈন উদ্দিন (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রফিক (৪০)।

র‌্যাব-১১ তথ্য সুত্রে জানায়, গত ১৬ নভেম্বর ২০২৫ সকালে বুড়িচং থানাধীন ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকায় গোমতী বেরিবাঁধ সুইচগেটের পশ্চিম পাশে অটোরিকশা চালক মাঈন উদ্দিনের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত মাঈন উদ্দিন কুমিল্লার সাতরা চম্পকনগর এলাকার একটি গ্যারেজ থেকে ১৫ নভেম্বর বিকেল ৫টায় অটোরিকশা নিয়ে বের হন। রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়। পরে নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ ১৬/১১/২০২৫ খ্রী:।

ঘটনার পরপরই র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মো. রফিকের অবস্থান কক্সবাজার জেলার ঈদগাঁহ থানায় শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর ২০২৫ দুপুরে ঈদগাঁহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে, ১৫ নভেম্বর রাতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় ভিকটিমকে পথরোধ করে তার কাছ থেকে ২ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিকটিমের পরিহিত গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে তার অটোরিকশা থেকে ৫ টি ব্যাটারি নিয়ে আসামিরা পালিয়ে যায়।

র‌্যাব-১১ পক্ষ থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১ থেকে জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকসহ নানা অপরাধে জড়িত আসামীদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।



  
  সর্বশেষ
কুমিল্লা অন্ধকল্যান সমিতির দূর্নীতি ও অর্থলুটের বিষয়ে ব্যবস্থাগ্রহন না করায় পাঁচ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ
কুমিল্লার বুড়িচংয়ে অটোচালক হত্যার মূল আসামি কুমিল্লা র‍্যাব ১১ হাতে আটক
সাতক্ষীরায় যাত্রীবাহি বাসউল্টে ইজিবাইকের উপর, নিহত ১
সাতক্ষীরার শাঁখরা সীমান্তে ডাকাতি, ধৃত ডাকাতকে ছিনিয়ে নিতে গুলি, আহত-৪

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308