বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরায় যাত্রীবাহি বাসউল্টে ইজিবাইকের উপর, নিহত ১
  Date : 13-12-2025

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের উপর উল্টে যাওয়া যাত্রীবাহি বাসের সুপারভাইজার নিহত ও সাতজন আহত হয়েছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে রাস্তায় যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতের নাম শাওন ইসলাম (৩৩)। তিনি খুলনা সদরের সোনাডাঙা এলাকার বাবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০), সাতক্ষীরা সদরের বকচরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১), বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ফাইম হোসেন জানান, শুক্রবার বিকেলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস বিনেরপোতা ব্রীজের দক্ষিণ পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকটি চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। ইজবাইকে থাকা দুইজন যাত্রী গুরুতর জখম হলে তাদেরকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। এ সময় যাত্রীবাহি বাসটি (বগুড়া-জ-১১-০০৩৮) উল্টে যাওয়ায় নিহত হন সুপারভাইজার শাওন ইসলাম। তিনিসহ কমপক্ষে সাতজন যাত্রী জখম হন। এ ঘটনার পরপরই দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



  
  সর্বশেষ
কুমিল্লা অন্ধকল্যান সমিতির দূর্নীতি ও অর্থলুটের বিষয়ে ব্যবস্থাগ্রহন না করায় পাঁচ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ
কুমিল্লার বুড়িচংয়ে অটোচালক হত্যার মূল আসামি কুমিল্লা র‍্যাব ১১ হাতে আটক
সাতক্ষীরায় যাত্রীবাহি বাসউল্টে ইজিবাইকের উপর, নিহত ১
সাতক্ষীরার শাঁখরা সীমান্তে ডাকাতি, ধৃত ডাকাতকে ছিনিয়ে নিতে গুলি, আহত-৪

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308