শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ম্যাজিস্ট্রসি ক্ষমতা পেল সেনাবাহিনী   * নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ লাঞ্ছিত, ৪ শিক্ষককে অব্যাহতি   * দীর্ঘ সাড়ে ৩মাস পর পর কক্সবাজারের মহেশখালীতে গ্যাস সরবরাহ শুরু করেছে সামিটের এলএনজি টার্মিনাল   * চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন বিভাগে অতিভারী বৃষ্টি, পাহাড় ধস ও বন্যার শঙ্কা   * নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে একাডেমিক-প্রশাসনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা   * আগের নামে ফিরেছে নোয়াখালীর সরকারি মেডিকেল কলেজ   * ব্যাংক থেকে ২২০ কোটি টাকা তুলল এস আলম   * নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তার অভিযোগ;   * কক্সবাজারের ডুলহাজারার সাবেক ইউপি চেয়ারম্যানের দখল থেকে ১ হেক্টর বনভূমি উদ্ধার   * বান্দরবন জেলার থানচিতে বিজিবির অভিযানে সন্দেহভাজন কেএনএফ সদস্য আটক  

   সারাদেশ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
  Date : 25-02-2024
 কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ৪৪২ ভোট পেয়ে সভাপতি এবং একই প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ৪৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এই প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বাকের শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল সমিতির ১৭টি পদের মধ্যে সভাপতি সহ মোট ১৪টি পদে বিজয় লাভ করেছেন। অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট ফরিদুল আলম-অ্যাডভোকেট নুরুল হুদা প্যানেল সিনিয়র সহ সভাপতি সহ মাত্র ৩টি পদে বিজয় লাভ করেছেন। 
 বিএনপি, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেলের অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, প্রাপ্ত ভোট-৫০৭, সহ সাধারণ সম্পাদক (সাধারণ)  অ্যাডভোকেট আবদুর রশিদ, প্রাপ্ত ভোট ৫২৭, সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট কলিম উল্লাহ, প্রাপ্ত ভোট-৪২২, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ, প্রাপ্ত ভোট-৪৫৮, আপ্যায়ন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শেফাউল করিম রানা, প্রাপ্ত ভোট-৬১৯। অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেলের সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, প্রাপ্ত ভোট ৪৮৬, অ্যাডভোকেট আমির হোসাইন-২, প্রাপ্ত ভোট ৪১২ এবং অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, প্রাপ্ত ভোট ৪১২ ভোট নির্বাচিত হয়েছেন। জুনিয়র নির্বাহী সদস্য পদের ৪টি পদের মধ্যে ৪টিতেই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল খালেক, প্রাপ্ত ভোট ৪৯৯, অ্যাডভোকেট মুহাম্মদ জুবাইরুল ইসলাম, প্রাপ্ত ভোট ৪৮২, অ্যাডভোকেট মোহাম্মদ ফায়সাল মোশারফ, প্রাপ্ত ভোট ৪৭৪ এবং অ্যাডভোকেট শাহা আলম, প্রাপ্ত ভোট ৪৩২।
 মোট ৯২৭ ভোটের মধ্যে ২টি ভোট কেন্দ্রে ৮৭৭ ভোট ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮০২ ভোট এবং চকরিয়া উপজেলা ভোট কেন্দ্রে ৭৫ ভোট কাস্ট হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, প্রাপ্ত ভোট ৪৪৭, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, প্রাপ্ত ভোট ৬২৭ এবং অ্যাডভোকেট শওকত বেলাল (প্রাপ্ত ভোট ৪২৬) নির্বাচিত হয়েছেন। সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সর্বোচ্চ ৬২৭ ভোট এবং আপ্যায়ন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শেফাউল করিম রানা দ্বিতীয় সর্বোচ্চ ৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের-প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউসকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নুর আহমদ-২, অ্যাডভোকেট আবু ছিদ্দিক  এবং অ্যাডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন।
মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
  সর্বশেষ
ম্যাজিস্ট্রসি ক্ষমতা পেল সেনাবাহিনী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ লাঞ্ছিত, ৪ শিক্ষককে অব্যাহতি
দীর্ঘ সাড়ে ৩মাস পর পর কক্সবাজারের মহেশখালীতে গ্যাস সরবরাহ শুরু করেছে সামিটের এলএনজি টার্মিনাল
চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন বিভাগে অতিভারী বৃষ্টি, পাহাড় ধস ও বন্যার শঙ্কা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308