কচুয়ায় সাব রেজিস্ট্রি অফিসের এক নকল নবীশের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু।
2, March, 2022, 12:35:49:PM
কচুয়া সাব রেজিস্ট্রি অফিসের এক নকল নবীশ মলয় কুমার সাহা(৩৭) গতকাল মঙ্গলবার বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে। জানা যায় যে, মলয় কুমার সাহা সাব রেজিস্ট্রি অফিসের কাজ সেরে গতকাল বিকাল ৫টায় বাড়ি ফিরে সন্ধার কিছুসময় পূর্বে নিজ বাড়ির উত্তর পার্শে নিজেদের জমিতে সার দিতে গেলে অসিম সাহার জমির উপর দিয়ে যাবার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়, তখন সে ডাক চিৎকার দিয়ে ঐ জমিতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া হাসপাতালে সবশেষে বাগেরহাট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। মলয় কুমার সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মলয় কুমার সাহা কচুয়া উপজেলার কচুয়া ইউনিয়নের বারুইখালী গ্রামের নিলয় কুমার সাহার পুত্র। মলয় কুমার সাহা রাজ নামে ছোট একটি পুত্র সন্তান ও স্ত্রী রেখে গেছে। উল্লেখ্য মলয় কুমার সাহা সহ পার্শবর্তী অন্যান্য কৃষকরা জমিতে ইঁদুর মারার জন্য রাতে অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে রাখে, আর এই বিদ্যুতেই পৃষ্ঠ হয়ে মলয় মারা গেল।কচুয়া উপজেলায় এ জাতীয় অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে ইঁদুর মারার চেস্টা উপজেলার বিভিন্ন এলাকায় ঘটছে এবং প্র্য়াই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী প্রশাসনের দৃস্টি আকর্ষন করছে। এলাকাবাসীর দাবী আর যেন এভাবে অবৈধভাবে বিদ্যুৎ দেওয়ার কারনে আর কোন মায়ের কোল খালী না হয়।