জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ মে আপিল শুনানির দিন ধার্য করেন। আদালত খালেদা জিয়ার জামিন স্থগিতের পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে আপিলের সার-সংক্ষেপ দাখিলের নির্দেশ দেন। এ ছাড়া আসামিপক্ষকে তার পরের দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়। আপিল বিভাগের দেওয়া আদেশের পর এদিন খালেদা জিয়ার আইনজীবীরা ৮ মে থেকে সময় এগিয়ে আনতে বারবার চেষ্টা করে ব্যর্থ হন। তারা এ আদেশকে `নজিরবিহীন` বলে মন্তব্য করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল বিভাগ থেকে জামিন না হওয়ায় শিগগিরই মুক্তি পাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সম্প্রতি কুমিল্লøার একটি নাশকতার মামলায় তাকে প্রডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) দেখানো হয়েছে। ২৮ মার্চ ওই মামলায় তাকে হাজির করার জন্য কারাগারে হাজিরা পরোয়ানা পাঠানো হয়েছে। মুক্তি পেতে হলে ওই মামলায়ও তাকে জামিন নিতে হবে।