জামি বিক্রিয় করা হবে ৩ তলা দালান ও সেমি পাকা দোকানঘরসহ জমির পরিমাণ: ১৫ .৯৭ পয়েন্ট। জমির মাকিল দেলওয়ারা বেগম, জমির পরিমান ৬ শতাংশ ৮৯ পয়েন্ট ৩ তলা দালান ও দালানের সামনের খালি জায়গা এবং সেমিপাকা দোখান ঘরসহ সেমিপাকা দোকান ঘরের সম্পত্তির পরিমাণ ১ শতাংশ ৬৮ পয়েন্ট, দালানের সম্পত্তির পরিমাণ : ৫ শতাংশ ২১ পয়েন্ট। ৫ শতাংশ ৩৫ পয়েন্ট পম্পাত্তির মালিক ফেরদৌসি বেগম, মৃত মোরশেদা বেগমের ওয়ারিশগণ, রহিমা বেগম, রোকেয়া বেগম এই চর জন উক্ত সম্পত্তির মালিক। ২ শতাংশ ৭৩ পয়েন্টের মালিক মোঃ আমির হোসেন বাপ্পি (আবাবিল গণি)। যোগাযোগ : হোল্ডিং ২৫৪, গনি মঞ্চিল ১ম তলা ও ৩য় তলা অথবা সেমিপাকা দোকান ঘর ভাড়াটিয়া খোরসেদ আলম খোকনের ঘর: আদালত পাড়া হাজি মহসিন রোড, থানা ঃ চাদপুর সদর, চাদপুর। মোবাইল 01682072590, 01816050580, আব্দুল গনি হাওলাদরের ওয়ারিশগন যদি কোন আপত্তি থাকে তাহলে অবিলম্বে দেলওয়ারা বেগম অথবা মোঃ মোঃ আমির হোসেন বাপ্পি (আবাবিল গণি)র সাথে উপরোক্ত মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। ওয়ারিশ ছাড়া অন্য কেহ যোগাযোগ করিবেনা। এর পূবেও এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এইটাই শেষ বিজ্ঞপ্তি।
|