বৃহত্তর পাহাড়তলী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৪ ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত ঘোষণা করা হইয়াছে।
এ উপলক্ষে ইতিমধ্যে সমিতির কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মােঃনুরুল হুদা।
তফসিল অনুয়ায়ী ৩০ জানুয়ারি খচড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধনের শেষ তারিখ ০৩/০১/২০২৪ ইং রাত ৮০০টা থেকে ৯.০০টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৪/০২/২৪ ইং, মনোনয়নপত্র বিক্রি ০৭/০২/২০২৪ ইং হইতে ০৮/০২/২০২৪ইং,(রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২/০২/২০২৪ ইং রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টাপর্যন্ত, মনোনয়নপত্র যাচাই, বাচা ই, আপত্তি ও প্রত্যাহার ১৪/০২/২০২৪ইং রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশও প্রতিক বরাদ্দ ১৭/০২/২০২৪ ইং রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টাপর্যন্ত, প্রচারণা ১৭/০২/২০২৪ইং থেকে ২২/০২/২০২৪ ইং রাত১২.০০টা পর্যন্ত, ভোট গ্রহন ২৪/০২/২০২৪ইং রোজ শনিবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী বিগত ১৭/২/২০২৪ইং তারিখ হইতে প্রার্থীগণ প্রচার-প্রচারণা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক চালিয়ে যাচ্ছিলেন। গতকাল ২২/০২/২০২৪ইং অপরাহ্নে প্রধান নির্বাচন কমিশনার মোঃ নুরুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি সন্ধ্যা ৭.০০ ঘটিকার পর বিস্তারিত জানাবেন বলে জানান। বিগত কয়েক ঘণ্টা আগে সমিতির দেওয়ালে লাগানো প্রধান নির্বাচন কমিশনার সহ দুই কমিশনারের স্বাক্ষরিত নোটিশে জানানো হইয়াছে, বৃহত্তর পাহাড়তলী সমিতির সদস্য খোরশেদ আলম সদস্য নাম্বার-৯৪ পিতাঃ গোলাম কবির সাং ইসুলুর ঘোনা রোড,০৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার। মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ২০৮৭/২০২৪ইং মামলা দায়ের করিলে মাননীয় বিচারপতি নাইমা হায়দার ও মাননীয় বিচারপতি কাজী জিন্নাত হক দ্বয়ের দ্বৈত ব্যঞ্চে অত্র সমিতির বিগত ২৯/০১/২০২৪ ইং তারিখে প্রচারিত নির্বাচনী তফসিল ঘোষণা করিয়াছে মর্মে লইয়ার সার্টিফিকেট সহ দরখাস্ত করায় নির্বাচন কমিশনার বৃন্দ জরুরী ভিত্তিতে উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এক সভা আহ্বান করেন । উক্ত সভায় সিদ্ধান্তক্রমে আগামী ২৪/০২/২০২৪ ইং তারিখ রোজ শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এমতাবস্থায় আগামী ২৪/০২/২০২৪ইং তারিখ রোজ শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত রাখা হইল।
মােঃ সাঈদ বিন আলম বাবু,
শহরপ্রতিনিধি, কক্সবাজার।