মওদুদ আব্দুল্লাহ শুভ্র (ব্যুরো চীফ- কুমিল্লা): দীর্ঘ ১৬ মাস পর অবশেষে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি,২০২৬ইং জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২০২৪ ইং সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট,২০২৪ইং ড: মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার শপথ নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন । আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর,২০২৪ইং এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। আগামী নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম কোনো নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। দুটি ভোটের সময় ব্যবস্থাপনার সুবিধার্থে এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফলে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারদেরও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকবে। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন বলে জানানো হয়।