শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;   * ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’   * বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন   * চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;   * ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;   * গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড   * কক্সবাজারের টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ   * মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর   * ট্রাকচাপায় সড়কে ঝড়ল অটোরিকশা চালকের প্রাণ   * ৭নং ওয়ার্ডে এনজিও সংস্থা প্রত্যাশী এর সেমিনার অনুষ্ঠিত ;  

   আন্তর্জাতিক
মিয়ানমারে পরিকল্পিত ধর্ষণের শিকার রোহিঙ্গা নারীরা
  Date : 11-01-2018

॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥
রোহিঙ্গা নারীরা মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সংঘবদ্ধ এবং পরিকল্পিত ধর্ষণের শিকার হয়েছেন। কখনও কখনও স্বামীকে বেঁধে তার সামনেই স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আবার কখনও স্বামী-সন্তানকে হত্যার পর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে তাদের। এমনকি শিশু ও অন্তঃসত্ত্বা নারীরাও রেহাই পাননি সেনাদের হাত থেকে। সম্প্রতি বার্তা সংস্থা এপির করা অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিৎজার  সেন্টার অন ক্রাইসিস রিপোর্টিংয়ের অর্থায়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৯ রোহিঙ্গা নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে সংস্থাটি এই বিশেষ প্রতিবেদন করে। প্রতিবেদনে জানানো হয়, ধর্ষণের শিকার হওয়া নারীদের সংখ্যা দেখে বিস্মিত এপির প্রতিবেদকরা। বিষয়টি নিয়ে এপি একাধিকবার মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান জানার চেষ্টা করে। কিন্তু তাদের কাছ থকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, ধর্ষণের শিকার এসব নারীর বয়স ১৩ থেকে ৩৫-এর মধ্যে। তাদের অনেকেই এখন অন্তঃসত্ত্বা। তবে তাদের কেউ নিজের আসল নাম প্রকাশ করেননি। কারণ তাদের ভয়, এতে পরিবারের অন্য সদস্যদের খুন করে ফেলবে মিয়ানমারের সেনাবাহিনী। তাই প্রত্যেকেই নিজের নামের প্রথম অক্ষর বলতে রাজি হন। তেমনি `এফ` অদ্যাক্ষর দিয়ে নামের শুরু এক নারীর ঘটনা তুলে ধরা হয়। ওই নারী জানান, তার সঙ্গে যখন এই বর্বরতা ঘটে তখন তিনি ছিলেন নববধূ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গত জুনের এক রাতে স্বামীসহ ঘরে ঘুমাচ্ছিলেন তিনি। এমন সময় মাঝরাতে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে মিয়ানমারের সাত সেনা। ঘরে ঢুকেই সেনারা তার স্বামীকে  বেঁধে ফেলে ও মুখে কাপড় গুঁজে দেয়। এরপর তার সামনেই সেনারা একে একে তাকে ধর্ষণ করে। একই সঙ্গে চলতে থাকে বেত্রাঘাত। এক পর্যায়ে তার স্বামী মুখের কাপড় ফেলতে সক্ষম হয়ে চিৎকার দেন। তখন এক সেনা খুব কাছ  থেকে তাকে গুলি করে। তারপর তারা গলা  কেটে তার স্বামীর মৃত্যু নিশ্চিত করে। এরপর তাকে টেনেহিঁচড়ে সেনারা বাইরে এনে তাদের বাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনার দু`মাস পর ওই নারী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। নির্যাতনের শিকার প্রত্যেকেই সাক্ষাৎকারে বলেছেন, সেনাবাহিনীর একদল কর্মী ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল। একজন বাদে প্রত্যেক নারীই বলেছেন, হামলকারী সেনাদের পরনে ইউনিফর্মও ছিল। সেনাদের পোশাকে তীর কিংবা সামরিক বাহিনীর অন্যান্য চিহ্ন দেখতে  পেয়েছেন তারা।



  
  সর্বশেষ
বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;
ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন
চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308