রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা মামলায় আসামী পক্ষের বিভিন্ন তথ্য বিভ্রান্তি সহ ‘ স্যার নামীয় গ্রুপ ‘ গুম খুনের আগাম আল্টিমেটাম; প্রশাসন কি নিবে দায়িত্ব?   * জুলাইযো*দ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা   * হারানো বিজ্ঞপ্তি   * সাতক্ষীরায়জেলাপ্রশাসকেরকাছেজুলাইশহীদওআহতদেরস্বীকৃতিরদাবিতেস্মারকলিপিপ্রদান   * ভাতা বৃদ্ধির দাবিতে চিতলমারীতে এমপিও শিক্ষকদের কর্মবিরতি   * কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন: শোকজের জবাব শুনতে আদালতের ‘বিব্রতবোধ`   * একসাথে জুটি বাঁধলেন শিপন মিত্র ও দীপান্বিতা রায়।   * দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত   * কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা   * র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার।  

   প্রচ্ছদ
অনিয়মের অভিযোগে হজ নিবন্ধন বর্জন হাবের
  Date : 28-03-2017


হেড অব নিউজ, মোশতাক রাইহান

মঙ্গলবার থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধিত হজ যাত্রীদের নিবন্ধন শুরু হওয়ার কথা থাকলেও অনিয়মের অভিযোগে এ কার্যক্রম বর্জন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার বিকেলে এ প্রতিবেদকের  সঙ্গে আলাপকালে হাব মহাসচিব শেখ আবদুল্লাহ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সকল হজ এজেন্সি ও ব্যাংক ইউজারদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে হজ নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার  জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাক নিবন্ধন সার্ভার খোলা রাখার ঘোষণা দেয়া হয়। কিন্তু হাব সদস্যদের কেউ নিবন্ধন করছেন না।

শেখ আবদুল্লাহ জানান, তারা যে নিবন্ধন করবেন না তা ধর্মমন্ত্রী, ধর্মসচিবসহ সংশ্লিষ্ট সকলকে আগেই জানিয়ে দেয়া হয়েছে। গত ২৩ মার্চ ১ হাজার ৯৭টি এজেন্সির উপস্থিতিতে হাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রাক নিবন্ধনে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া হলে তারা নিবন্ধনে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

তাই মঙ্গলবার কেউ নিবন্ধন করেননি বলে দাবি করেন তিনি।

তবে ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সামনে হাবের নিবার্চনকে কেন্দ্র করে আভ্যন্তরীন গ্রুপিং লবিং শুরু হওয়ার প্রেক্ষিতে প্রাক নিবন্ধনকে বিতর্কিত করতে মাঠে নামা হয়েছে।

`প্রাক নিবন্ধন বিষয়ে হাব যে সব অভিযোগ করেছে তা খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের বাইরের আইটি বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠন করে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কোনো ক্রুটি পাওয়া যায়নি,` যোগ করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, আগামী ৩ দিন ৩০ মার্চ পর্যন্ত নিবন্ধন করার সময় রয়েছে। তাই এ সময়ে কত এজেন্সি নিবন্ধন করে আর না করে তা স্পষ্ট বোঝা যাবে।

চলতি বছরের হজ গমনেচ্ছেুদের প্রাক নিবন্ধন শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ২৩ মার্চ পর্যন্ত ২৫টি ব্যাংকের ৪৮৭টি শাখায় ১ হাজার ২২৯ টি ইউজারের মাধ্যমে  ১ লাখ ৮৮ হাজার ৮৮৩ জন প্রাক নিবন্ধন করেন। এরমধ্যে ২০১৭ সালের জন্য গত বছর প্রাক-নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৪৩৯ জন।

যে অভিযোগে নিবন্ধন কার্যক্রম বর্জন হাবের:
ভুক্তভোগী হজ এজেন্সির কর্মকর্তা ও হাবের অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি প্রাক-নিবন্ধন করার জন্য সব এজেন্সি সার্ভার খুলে অপেক্ষা করলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। অবশেষে কার্যক্রম শুরু হলে এক একটি ডাটা অ্যান্ট্রি করতে ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় হয়। কোনো এজেন্সি প্রথম দিনে ৪০টি ডাটা অ্যান্ট্রিও করতে পারেনি।

এছাড়া ২০ ফেব্রুয়ারি সার্ভার আরও ধীরগতি হয়ে যায়। কখনও কখনও হ্যাং হওয়ায় ১০০টি ডাটা এন্ট্রি করাও সম্ভব হয়নি। পরবর্তীতে ১৫০ জন পূর্ণ না হলেও জটিলতা নিরসনে ২২ ফেব্রুয়ারি থেকে যেকোনো সংখ্যার ভাউচার করে ব্যাংকে টাকা জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এজেন্টরা ভাউচার ও টাকা নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক যথারীতি টাকা জমা নেয় এবং অনুমোদনের জন্য আইটিতে ইনপুট দেয়। তবে দীর্ঘ ৫ ঘণ্টা অপেক্ষা করেও বিকেল ৩টা পর্যন্ত অধিকাংশ এজেন্সি অনুমোদন পায়নি। অথচ কিছু কিছু এজেন্সি ও ব্যাংক ইনপুট দেয়া মাত্রই অনুমোদন পেয়েছে বলে অভিযোগ করেন হাব নেতারা।



  
  সর্বশেষ
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা মামলায় আসামী পক্ষের বিভিন্ন তথ্য বিভ্রান্তি সহ ‘ স্যার নামীয় গ্রুপ ‘ গুম খুনের আগাম আল্টিমেটাম; প্রশাসন কি নিবে দায়িত্ব?
জুলাইযো*দ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা
পৃথিবীর সবচেয়ে বড় বেইমান সময় : মোহাম্মদ মহসীন
হারানো বিজ্ঞপ্তি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308