হেড অব নিউজ, মোশতাক রাইহান ।
রাজধানী ঢাকার হোটেল রেস্টুরেন্টে আমরা কি খাই? এই প্রশ্ন অনেক দিনের। মরা মুরগী থেকে বাসিপঁচা খাবার পরিবেশনের গল্প কিংবা সংবাদ হরহামেশা দেখা গেছে।
তবে এবার দেখা গেলো, প্রস্রাবখানার নল থেকে সরাসরি পানি নিচ্ছে ভাতের হোটেলগুলো। রাজধানী ঢাকার শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলার টয়লেট থেকে পানির জার ভরা সময় জানা গেলো, এই পানি খাবার জন্য নয়। ধোয়ামোছার জন্য ব্যবহৃত হবে।
তবে প্রশ্ন হলো, যদি ধোয়া-মোছার জন্য পানি নিতে হয় তাহলে খাবার পানির জারে কেন? আর ধোয়া-মোছার পানি এই টয়লেট থেকে কেন নিতে হবে!
ঢাকার দুই নগরপিতা যখন ঢাকার শহরের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন, তখন রাজধানীর হোটেল রেস্টুরেন্টের অবস্থা এই।
সাধারণ মানুষ বলছেন এভাবে মানুষকে ঠকাচ্ছে স্বার্থান্বেষী কিছু অসৎ ব্যবসায়ী।