সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত
  Date : 29-12-2025

সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনব্যাপী অগ্রগতি সংস্থা সাতক্ষীরার এর মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সেতু। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাস মিনির সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত আছেন, জেলা সমাজ সেবা কর্মকর্তা সাইদুর রহমান মৃধা,অগ্রগতি সংস্থার নির্বাহি পরিচালক আব্দুস সবুর বিশ্বাস,বিএনএনআরসি প্রধান নির্বাহি কর্মকর্তা এ.এইচ. এম বজলুর রহমান, সংস্থাটির ট্রাস্টিবোর্ডের সদস্য জিয়াউল আহসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি ফারুক মাহবুব,সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল, বর্তমান যুগ্ন সাধারন সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ক্রিড়া সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু,এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম জিল্লুর রহমান,বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরওয়ার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ন মোহন ব্যানাজি, জনকন্ঠের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এসএম রেজাউল, সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস, রবিউল ইসলাম,মুস্তাফিজুর রহমান, ইমরান হোসেন, শহিদুল ইসলাস, আব্দুল আলিম, এম রফিক প্রমুখ।

বক্তারা বলেন, প্রযুক্তির প্রসার যেমন আমাদের কাজকে সহজ করেছে, তেমনি অপব্যবহারও বাড়িয়েছে। তাই ডিজিটাল সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, `প্রযুক্তিনির্ভর সহিংসতার মতো নতুন বিষয় সম্পর্কে সাংবাদিকদের নিজেদের জানা এবং জনগণকে জানানো উভয়ই জরুরি। ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকরাই সমাজে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারেন।`
কর্মশালায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, অনুমতি ছাড়া কারও ছবি বা বক্তব্য প্রচার, অযাচিত বার্তা পাঠিয়ে উত্যক্ত করা, কিংবা কারও ব্যক্তিগত ডিভাইস হ্যাক করার মতো অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সাংবাদিকদের প্রযুক্তির সহায়তায় এমন অপরাধ চিহ্নিত, প্রতিবেদন এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া, সাংবাদিকদের নিজেদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সাবধানতা অবলম্বন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, প্রযুক্তিনির্ভর সহিংসতার শিকার সাংবাদিকদের জন্য আইনগত ও মানসিক সহায়তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন।
কর্মশালাটি বিএনএনআরসির ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে।



  
  সর্বশেষ
শ্যামনগরে বাড়ীর পথ নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১ আটক ৯
কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলে পেঁয়াজের চারা বিক্রির ধুম, এক হাত আরেক হাতে গেলেই বেড়ে যায় দাম
চিতলমারীতে অপারেশন “ডেভিলহান্ট” অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308