| দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী- ফকিরহাট-মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারন সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে রবিবার(২৮ডিসেম্বর) বেলা ১টায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এক পথ সভায় কপিল কৃষ্ণ মন্ডল বিএনরি চেয়ারপার্সন সাবেক প্রানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃজ্ঞতা জানান এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দির্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন। এছাড়া তিনি বলেন, আমি বিজয়ী হলে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে সর্বশক্তি দিয়ে প্রাপ্ত অধিকার আদায় করে আনবো। এসময় তার সাথে ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সি: সহ সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১২ টায় উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ড থেকে শতশত বিএনপির নেতাকর্মী, নারী-পুরুষ ও মতুয়া সম্প্রদায়ের লোকজন কপিল কৃষ্ণ মন্ডলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
|