মওদুদ আব্দুল্লাহ শুভ্র( ব্যুরো চীফ- কুমিল্লা) :- সাহসিকতা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। গত ৩ জুন ২০২৫ তারিখে রাত আনুমানিক ২২টা ৩৫ মিনিটে, টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে টহল ডিউটির সময় এসআই খাজু মিয়া তাঁর সঙ্গীয় ফোর্সসহ এক বিপজ্জনক ও সাহসিকতাপূর্ণ অভিযানে অংশ নেন।
সন্দেহজনক একটি সিএনজি থামানোর সংকেত দিলে সিএনজিতে থাকা তিন দুষ্কৃতিকারীর একজন পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যেই এসআই খাজু মিয়া ও তাঁর ফোর্স পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় এসআই খাজু মিয়া আহত হলেও দমে যাননি। দৃঢ় মনোবল ও পেশাদারিত্বের সঙ্গে তিনি তাঁর দলের নেতৃত্ব দিয়ে তিনজন কুখ্যাত আসামিকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন— ১️/মো. খাইরুল হাসান (৩০) — ৪০টি মামলার আসামী ও বিদেশী পিস্তলধারী, ২️/মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮) ১৬টি মামলার আসামী, ৩️/মো. সোহাগ মোল্লা (৩৫) — ১৪টি মামলার আসামী।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ঈদুল আজহা উপলক্ষে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল।
এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়ার এই অসামান্য বীরত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্বশীলতা বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে। তাঁর এই সাহসিকতা ও দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত করেছে বাংলাদেশ সরকার।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি পুরো পুলিশ বাহিনীর জন্য এক গৌরবের প্রতীক।
তবে, একই সঙ্গে সমাজের প্রত্যাশা—এসআই খাজু মিয়ার মতো সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক পুলিশ সদস্যদের কাজ যেন সবার জন্য অনুপ্রেরণা হয়। কারণ, এমন কিছু অসাধু পুলিশ সদস্যের কারণে গোটা বাহিনী অনেক সময় অন্যায়ভাবে সমালোচিত হয়। এসআই খাজু মিয়া প্রমাণ করেছেন, সততা ও সাহস থাকলে পুলিশ বাহিনী দেশের মানুষের আস্থা ও সম্মান পুনরুদ্ধার করতে পারে।
শেষ পর্যন্ত, এসআই খাজু মিয়ার প্রাপ্য এই সম্মান শুধু তাঁর নয়—এটি সাহস, দায়িত্ব ও সততার প্রতীক হিসেবে গোটা বাংলাদেশ পুলিশের জন্য এক অনুপ্রেরণার মাইলফলক
|