বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * জামি বিক্রিয় করা হবে হাজী মোহসিন রোড ৩ তলা দালান ও সেমি পাকা দোকানঘরসহ   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ   * চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকওজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সাইফুল ইসলামের যোগদান   * কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করেছে RAB   * ছাত্র আন্দোলনের মামলা ‎কোন দল না করেও লিজা কেন্দ্রীয় যুব মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক   * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা মামলায় আসামী পক্ষের বিভিন্ন তথ্য বিভ্রান্তি সহ ‘ স্যার নামীয় গ্রুপ ‘ গুম খুনের আগাম আল্টিমেটাম; প্রশাসন কি নিবে দায়িত্ব?   * জুলাইযো*দ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা   * হারানো বিজ্ঞপ্তি   * সাতক্ষীরায়জেলাপ্রশাসকেরকাছেজুলাইশহীদওআহতদেরস্বীকৃতিরদাবিতেস্মারকলিপিপ্রদান   * ভাতা বৃদ্ধির দাবিতে চিতলমারীতে এমপিও শিক্ষকদের কর্মবিরতি  

   অর্থনীতি-ব্যবসা
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ
  Date : 06-09-2025
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ৩০ আগষ্ট ২০২৫ ইং ১২:০১ পিএম.
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ধরলা নদীবেষ্টিত একটি নিভৃত গ্রাম জনতারহাট মুন্সিপাড়া। বুড়াবুড়ি ইউনিয়নের এই অজপাড়াগাঁয়ের পরিচিতি উপজেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ছে সারাদেশে। এটা সম্ভব হয়েছে সোলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা নামে এক দম্পতির সুবাদে। বেকার যুবক ও তরুণীদের কর্মসংস্থানে তারা নিজ গ্রামে জুতা ও চামড়ার পণ্য তৈরির কারখানা স্থাপন করেছেন। তাদের এই সাহসী উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। 
 
সোলাইমান ও রিনার প্রতিষ্ঠিত জুতা তৈরির কারখানার নাম ‘বেস্ট  সুজ অ্যান্ড হ্যান্ডিক্রাফটস’। এই কারখানায় নারী-পুরুষ ও শিশুদের বাহারি মডেলের জুতা তৈরি হয়। অত্যাধুনিক মেশিনে উন্নতমানের জুতা তৈরি করা হচ্ছে কারখানাটিতে। এই কারখানার জুতা দেশের বিভিন্ন নামিদামি শোরুমে স্থান করে নিয়েছে। সুনামের কারণে কারখানাটির জুতার চাহিদা ও উৎপাদন বাড়ছে। উলিপুর উপজেলাজুড়ে সোলাইমান ও রিনা দম্পতির সফলতার গল্প এখন মানুষের মুখে মুখে। 
 
মোঃ সোলাইমান হোসেন জানান, তারা স্বামী-স্ত্রী মিলে রাজধানীর একটি লেদার ফ্যাক্টরিতে চাকরি করতেন। এক সময় দুজনে মিলে নিজ গ্রামেই জুতার কারখানা করার সিদ্ধান্ত নেন। স্বপ্ন বাস্তবায়নে নিজেদের জমানো অর্থ ও জমি বিক্রি করে ৭৫ লাখ টাকা ব্যয়ে জুতা তৈরির ৪০টি আধুনিক মেশিন কিনে কারখানা স্থাপন করেন। ঢাকা থেকে প্রশিক্ষক এনে গ্রামের আগ্রহী ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে কারখানায় নিয়োগ দেন। ২০২৩ সালে মাত্র ১০ জন শ্রমিক দিয়ে কারখানার যাত্রা শুরু হয়। বর্তমানে ৭৫ জন নারীসহ এ কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছেন। 
 
সরেজমিন দেখা যায়, প্রায় ৫০ শতক জমিতে তিন তলা একটি ভবন ও একটি টিনশেড ভবন নিয়ে গড়ে উঠেছে ‘বেস্ট সুজ অ্যান্ড হ্যান্ডি ক্রাফটস’-এর কারখানা। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা চামড়ার জুতা, স্যান্ডেল, লোফার, চামড়ার মোজা, লেডিস জুতা, ব্যাগ, মানিব্যাগ, ওয়ালেটসহ উন্নতমানের চামড়াজাত পণ্য তৈরি করছেন। 
 
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদের, মো. মমিনুল ইসলাম ও হাজেরা বেগম বলেন, এমন অভাবি গ্রাম এলাকায় জুতার কারখানা হবে– এটা তারা স্বপ্নেও ভাবেননি। 
 
কারখানাটিতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ চাকরি করে জীবিকা নির্বাহ করছেন। কারখানায় কাজ করে প্রতিদিন একেকজন শ্রমিক ৫০০-৬০০ টাকা মজুরি পাচ্ছেন। এতে এলাকার দরিদ্রতা দূর হচ্ছে। এলাকার মানুষ এতে খুশি। 
 
কারখানায় কর্মরত রিনা বেগম, আরজিনা বেগম, সাবিনা ইয়াসমিন, জান্নাতুন ফেরদৌসি, নুর আলম ও মাহফুজার রহমান বলেন, আগে ১৫০-২০০ টাকায় ক্ষেতে-খামারে কাজ করতেন তারা। গ্রামে কাজ না থাকলে ঢাকা বা বড় কোনো শহরে গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গ্রামে জুতার কারখানা হওয়ায় তারা বাড়িতে থেকেই কাজের সুযোগ পাচ্ছেন। তারা আরও বলেন, এ কারখানাটিকে ঘিরে গ্রামের মানুষ অনেক স্বপ্ন দেখছেন। একদিন কারখানাটি অনেক বড় হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এলাকার উন্নয়ন হবে। 
 
স্থানীয় তরুণী হাবিবা বেগম ও শাম্মি আক্তার জানালেন, এ কারখানায় সাশ্রয়ী মূল্যে উন্নতমানের জুতা বিক্রি হয়। নিজ গ্রাম ও আশপাশের এলাকার মানুষ সবাই এখান থেকে জুতা কেনেন। এখন দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ কারখানা দেখতে আসে এবং জুতা কিনে নিয়ে যায়। গ্রামেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বিশেষ করে নারী ও তরুণীরা খুবই খুশি। 
 
বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আশাদুজ্জামান খন্দকার বলেন, প্রত্যন্ত গ্রামে এ ধরনের কারখানা করা অনেক সাহসী উদ্যোগ। কারখানাটি এলাকায় সুনাম কুড়িয়েছে। এলাকায় শ্রমিকের পারিশ্রমিক তুলনামূলক কম হওয়ায় কারখানাটি দিনদিন ভালো করবে বলে তিনি আশাবাদী। 
 
কারখানা ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম রোহান বলেন, বায়ার ও নিজস্ব মার্কেটিং ব্যবস্থায় প্রায় সারাদেশে তাদের পণ্য বিক্রি হচ্ছে। তবে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুতের সমস্যা দূর হলে চাহিদা অনুযায়ী জুতা উৎপাদন করা সম্ভব। তিনি জানান, বর্তমানে কারখানায় পাঁচ হাজার থেকে ছয় হাজার জোড়া জুতা তৈরি হয়। গত দুই বছরে তাদের পণ্যের চাহিদা ও উৎপাদন দ্বিগুণ হয়েছে। 
 
কারখানার মালিক মোঃ সোলাইমান হোসেন বলেন, এলাকার মানুষের কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্রতা দূরীকরণ ও স্বাবলম্বী করার উদ্দেশে নিজ গ্রামে কারখানা করেছি। কারখানায় বর্তমান কোটি টাকার বেশি বিনিয়োগ করেছি। আমাদের পণ্য প্রতিদিন অনলাইনে ও বিভিন্ন শোরুমে অর্ডারের মাধ্যমে বিক্রি হচ্ছে। তিনি জানান, বাজারে তাঁর কারখানার তৈরি জুতার চাহিদা ভালো। এ কারণে নানা প্রতিকূলতা থাকলেও কারখানার উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। 
 
কুড়িগ্রাম বিসিকের উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ বলেন, তিনি বেস্ট সুজ অ্যান্ড হ্যান্ডি ক্রাফটস কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। কুড়িগ্রাম বিসিকে তাঁকে কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। আগ্রহী হলে তাঁকে সব ধরনের সহযোগিতা করা হবে।
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


  
  সর্বশেষ
জামি বিক্রিয় করা হবে হাজী মোহসিন রোড ৩ তলা দালান ও সেমি পাকা দোকানঘরসহ
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ
চট্টগ্রামে নতুন জেলা প্রশাসকওজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সাইফুল ইসলামের যোগদান
কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় কিশোর গ্যাং এর ৮ সদস্যকে গ্রেফতার করেছে RAB

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308