মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আইনগত গণ-বিজ্ঞপ্তি
  Date : 07-12-2025

আইনের প্রতি শ্রদ্ধা ও দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নিমিত্ত্বে সকল জনসাধারণের প্রতি নিম্নে উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে সাইবার বুলিং/মানহানিকর অপপ্রচার/ব্ল্যাকমেইলিং/সন্ত্রাসী কার্যকলাপ/গুজব রটনা/মিথ্যা পরিচয় কিংবা অজ্ঞাত ব্যক্তি দ্বারা প্রাণনাশ  ও  ক্ষয়ক্ষতিরর হুমকি/বে-আইনী সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের প্রসঙ্গে জরুরী আইনগত গণ-বিজ্ঞপ্তি।

আমি আমার নিম্ন বর্নিত মোয়াক্কেল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই মর্মে অত্র আইনগত জনস্বার্থে গণবিজ্ঞপ্তি প্রদানপূর্বক জনসাধারণকে সতর্ক করা যাইতেছে যে, 
আমার মোয়াক্কেল মওদুদ আব্দুল্লাহ শুভ্র (৩৬), জাতীয় পরিচয়পত্র নং- ২৮০৪৫১৬৮৪৩, জন্ম তারিখ- ০১/০৯/১৯৮৮খ্রী. সাং- ওয়ার্ড নং- ০৪ (কুসিক), হোল্ডিং নং-৭৩, পুরাতন চৌধুরী পাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিম), বাসার নাম- আলোছায়া (২য় তলার ২য় ভবন), কুমিল্লা প্রধান ডাকঘর, পোষ্ট কোড-৩৫০০, কমিল্লা আদর্শ সদর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, পেশা- জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষানবীশ আইনজীবী, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ফার্মের এর একক স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ও একজন চাকুরীজীবী বটে। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জড়িৎ থাকার প্রেক্ষিতে বিভিন্ন সময় অসহায় ও দুর্বল প্রকৃতির লোকদের পাশে থেকে সমাজের গ্যণমান্য ও প্রশাসনিক ব্যক্তিদের সমন্বয়ে আইনগত সেবা ও সালিশ কার্যক্রমের মাধ্যমে বিরোধ মিমাংসার ব্যবস্থা করিয়া থাকেন। যার ফলশ্রুতিতে একপক্ষ বেআইনীভাবে সুবিধা করতে ব্যর্থ হইয়া আমার মক্কেল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম( ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) এবং মোবাইল ফোনের মাধ্যমে সাইবার বুলিং, মানহানিকর অপপ্রচার, ব্ল্যাকমেইলিং এবং সন্ত্রাসী কার্যকলাপ,মিথ্যা পরিচয় কিংবা অজ্ঞাত ব্যক্তি দ্বারা প্রাণনাশ  ও  ক্ষয়ক্ষতিরর হুমকিসহ বে-আইনী  বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করিয়া আমার মক্কেল ও তাহার পরিবার এর জান-মাল ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় নিমজ্জিত রয়েছিল ও রহিয়াছে। আমার মক্কেল ইতোমধ্যে উক্ত ঘটনার সাথে জড়িৎ মর্মে কতেক জ্ঞাত/অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় তাহার ও তাহার পরিবার এর নিরাপত্তা সংক্রান্ত অনলাইনে রেকর্ডভুক্ত  জিডি ও এসডিআর অভিযোগ কপি দাখিল করিয়াছে। যাহার নং ১৪১৮(সাইবার বুলিং ও বিবিধ অপরাধের নিরাপত্তা সংক্রান্ত) , তাং ১৯/১১/২৫ইং ও  ১৮৮২(নিরাপত্তা সংক্রান্ত), তাং ২৬/১০/২৫ ইং ননএফআইআর মামলা দায়ের যাহার নং ২০/২৫ ইং বিজ্ঞ ০১ নং আমলী আদালতে জিআর-৮৫০/২৪ইং(জখমীসহ বিবিধ অপরাধ), জিআর-৮১২/২৫ইং(পরিকল্পিত দস্যুতা সংক্রান্ত) ও দ্রুত বিচার আদালতে সিআর-৩৬/২৪ইং(চাঁদাবাজীসহ বিবিধ গুরুতর অপরাধ), সাইবার অভিযোগ-৩২৭ এবং কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বরাবরে আমার মক্কেল এর দায়েরকৃত জিআর মামলা সমূহের কপিসমূহ ও থানার নিরাপত্তা সংক্রান্ত রেকর্ডভুক্ত জিডি মামলা সমূহের এজহার নামীয় আসামীদের নাম ঠিকানাসহ ও অজ্ঞাতনামা আসামীদের উল্লেখ করে এবং সাইবার বুলিং অপরাধ যে সংগঠিত করে তাহার স্কীনশর্ট কপিসহ উক্ত বিষয়ক থানার জিডির কপি দিয়ে স্মারক লিপি অপরাধীদের বিরুদ্ধে সুবিচার প্রাপ্তির আশায় স্মারক লিপি কপি প্রদান করা হয় যাহার নম্বর ২২৮৭৫, তাং ০২/১২/২৫ ইং ও পুলিশ সুপার¬ স্মারক নাম্বার- ৭১৪৮/গ। এছাড়াও কোম্পানী কমান্ডার র‌্যাব-১১ সিপিসি-২, কর্ণেল জিএস কুমিল্লা, ডিজিএফআই (কুমিল্লা সেনানিবাস), যুগ্ম পরিচালক কুমিল্লা এনএসআই বরাবর সহ বিভিন্ন আইনগত পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে অভিযোগ অবহিতকরণ করিয়া সকল কাগজাত দাখিল করা হয়। 
আমার মক্কেল এর দায়ের করা সকল মামলাসমূহ দণ্ডবিধি আইনে আমলযোগ্য অপরাধ। উক্ত দায়ের করা জি.আর মামলাসহ দ্রুত বিচার আইনের মামলায় এজহারনামীয় আসামীসহ অপরাধের সহযোগী অজ্ঞাতনামা আসামীগণ(নারী ও পুরুষ) সকলকে সংশ্লিষ্ট মামলায় এবং সরকার পরিচালিত মামলায় বিরোধিতা যদি কোন ব্যক্তি বিশেষ অথবা কোন সোর্স বে-আইনী কোন সংস্থা মামলার গতিবিধি পরিবর্তন করতে বিভিন্ন তথ্য বিভ্রান্তি, সামজিক পরিসরে রাজনৈতিক তথ্য বিভ্রান্তি ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য বা মন্তব্য করে কাউন্টার মিথ্যা মামলার অপপ্রচারসহ সরাসরি কর্মস্থল ও বাসস্থানের আশেপাশে সক্রিয় ভাবে অবস্থান করে ইতোপূর্বে বহু অপরাধ সংগঠিত করেছিল ও মামলা সকল জিআর মামলা প্রত্যাহার ও তাদেরকে চাঁদা না দিলে সামনের দিকে আরও সুনিশ্চিত করবে বলিয়া চেনা,জানা অপরিচিত ব্যক্তি বিশেষদের মাধ্যমে বার্তা এবং সরাসরি অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনের মিথ্যা পরিচয় নামধারী কিছু ব্যক্তি বিশেষকে উপস্থিত করিয়া ও অনলাইন প্ল্যাপফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করে।
    
এমতাবস্থায় অফলাইন কিংবা অনলাইনে আমার মক্কেল বা তাহার পরিবার এর বিরুদ্ধে উপর্যুক্ত অপরাধমূলক কর্মকাণ্ড  করিলে তাহারও বর্ণিত মামলার সহযোগী আসামী হিসেবে চিহিনত হইবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে। ইহা জনস্বার্থে সতর্ক বার্তা সর্ব স্বীকৃতভাবে প্রচারিত করণের নিমিত্ত্বে  প্রকাশ করা হইল।


বিঃ দ্রঃ অত্র জরুরি আইনগত গণবিজ্ঞপ্তির একটি অনুলিপি আমার সেরেস্তায় ভবিষ্যৎ প্রয়োজনার্থে সংরক্ষিত রহিলেক। এছাড়াও কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, জেলা প্রশাসক, র‌্যাব-১১সহ অন্যান্য গোয়েন্দা সংস্থায় উক্ত লিগ্যাল নোটিশের অনুলিপি অবহিতকরণসহ বিজ্ঞ আদালতে চলমান মামলা সমূহের নথীর সাথে সংযুক্ত করা হইলো।  
ইতি, তাং- ০৬/১১/২০২৫ ইং।



                                                                    


ধন্যবাদান্তে-
মোঃ সেলিম মিয়াহ
এডভোকেট 
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা।



  
  সর্বশেষ
রোকেয়া দিবসে সাতক্ষীরায় র‍্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান
DON BOSCO SCHOOL & COLLEGE INTERNATIONAL
আইনগত গণ-বিজ্ঞপ্তি
সাতক্ষীরা আশাশুনিউপজেলাহিসাবরক্ষণঅফিসেদুদকেরঅভিযান/অফিসারপলাতক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308