সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি`র আদালতে হাজিরা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় শহরের উৎসুক জনতা কুড়িগ্রাম জেলা প্রশাসককে এক নজর দেখার জন্য আদালতে ভীড় জমায়।
জানা গেছে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে মাদক রাখার অপরাধে মামলা প্রদান করে। মিথ্যা এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করে। দীর্ঘ ৫ বছর থেকে এ মামলা চলছে।
সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও আসমী সাবেক কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন স্থায়ী জামিন পাবার জন্য মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে আসেন। রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে বিঞ্জ আদালত কোন রায় প্রদান করেননি।
উল্লেখ্য ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট। পরে রাত দুইটার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়।