বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কে কোন প্রতীক পেলেন   * ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’   * কক্সবাজার জেলায় রোহিঙ্গা ভোটার কত তার তালিকা চেয়েছেন হাইকোর্ট   * ৭ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত ;   * কুড়িগ্রামে অফিস সহকারীকে জুনিয়র শিক্ষক দেখিয়ে ওই পদে নিয়োগ বাণিজ্য   * কক্সবাজারে নলকূপ-মোটরে উঠছে না পানি, সংকট চরমে জন জীবনে দূর্ভোগ;   * কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ   * যৌথ বাহিনীর অভিযান: বান্দরবানের ৩ উপজেলা নির্বাচনের ভোট স্থগিত;   * গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায়   * চট্রগ্রামে সকাল থেকে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ চরমে  

   সারাদেশ
রামগতিতে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্বসাতের অভিযোগ - মাসিক সভা বয়কট
  Date : 20-08-2020

লক্ষ্মীপুর, রামগতি প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সকল জনপ্রতিনিধি মাসি ক সমন্বয় সভা বয়কট করেছেন।

এরমধ্যে পৌরসভার মেয়র মেজবাহ উদ্দীন মেজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, ৮ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে তারা এ সভা বয়কট করেন। ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, জায়কার অর্থ আত্মসাৎ ও সরকারি বরাদ্ধের কোটা দাবিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে উপজেলা চেয়ারম্যানের ওপর ক্ষুদ্ধ রামগতির সকল জনপ্রতিনিধিগণ।

সূত্র জানায়, বুধবার উপজেলা প্রশাসনের পূর্ব নির্ধারিত মাসিক সমন্বয় সভা ছিল। এতে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তার পাশাপাশি পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অংশ নেয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে ওই সভার সভাপতি। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন উপস্থিত ছিলেন। সভা শুরু হলে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিরা শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে জাপান-আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) ৫০ লাখ টাকা বন্টনে খামখেয়ালিপনা, রাজস্ব খাতের ২১ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ ও ভিজিএফ, ভিজিডি, গৃহহীনদের ঘরসহ বিভিন্ন বরাদ্ধের কোটা দাবির অভিযোগ আনেন।

এসময় তাঁকে (উপজেলা চেয়ারম্যান) দুর্নীতিবাজ অখ্যায়িত করে জনপ্রতিনিধিরা সভা বয়কট করেন। তারা সভায় স্বাক্ষর করেননি। তিনজন ইউপি চেয়ারম্যান জানায়, আজাদ চেয়ারম্যান হওয়ার পর থেকে বেপরোয়া কান্ড করে বেড়াচ্ছে।

তিনি উপজেলা সরকারি গাজ কর্তন করে বিক্রি, পরিষদ এলাকার পুকুরের বালু উত্তোলন করে প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করেছে। ইউএনও বালু উত্তোলন বন্ধ করতে বললেও তিনি কর্ণপাত করেননি।

চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী বলেন, চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ ( সোহেল)শুধু খাই-খাই করছেন তিনি সব কিছু আমার আমার করে । তিনি সরকারি সব বরাদ্ধে নিজের কোটা দাবি করেন। ইচ্ছে মতো পছন্দের লোকদের প্রকল্প দেন। তার দুর্নীতির বিরুদ্ধে আমরা সব জনপ্রতিনিধি এক হয়েছি।

অভিযোগের বিষয়ে শরাফ উদ্দিন আজাদ বলেন, চেয়ারম্যানরা আমার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন। এসময় ৫-৬ জন চেয়ারম্যান সভা বয়কট করেছে। এখনো জাইকার বরাদ্দ বন্টন হয়নি।

এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন বলেন, সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে বয়কট করা জনপ্রতিনিধিরা বিভিন্ন অনিয়ম-দুর্নীতি তুলেছেন। তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। বিষয়টি আমি খতিয়ে দেখছি।



  
  সর্বশেষ
কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কে কোন প্রতীক পেলেন
ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
৭ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত ;
কুড়িগ্রামে অফিস সহকারীকে জুনিয়র শিক্ষক দেখিয়ে ওই পদে নিয়োগ বাণিজ্য

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308