|
সম্পাদকের পিতা আবদুল হামিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সম্পাদকের পিতা আবদুল হামিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হাজারো নক্ষত্রের মাঝে আছো তুমি, ঐ নীল আকাশের ধ্রুবতারায় আজাদ রুহুল আমিন,বাগেরহাট থেকে: আজাদ রুহুল আমিন, অপলক দৃষ্টিতে চেয়ে থাকি । নয়নাভিরাম বলেশ্বর বিধৌত সবুজ বেষ্টিত ছোট্ট একটি সুন্দর গ্রাম । নাম তার কচুয়ার সহবৎকাঠী । এ গ্রামেই জন্ম নিয়েছিলেন অতি সহজ সরল সাদা মাটা একজন সাধারন নির্লোভ মানুষ । মানুষের ক্ষতি কি তিনি তা বুঝতেন না । যা আজ আমাদের অনুস্মরনীয়, অনুকরনীয় আর অনুপ্রেরনা জোগায় প্রতিনিয়ত । মানুষের হিতকর কাজে সর্বদা এগিয়ে আসতেন যিনি । তিনি আজ আর আমাদের মাঝে নেই । সেই মেঠো পথের নিভৃত পল্লীর অতি পরম শ্রদ্ধেয় আব্দুল হামিদ শেখ মানবাধিকার খবর পত্রিকার প্রকাশক, সম্পাদক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিনের পরম পিতা । যার জন্ম শৈশব, কৈশোর, যৌবন কেটেছে জীবনের সব সময়টুকু জুড়ে । যিনি গত দু বছর আগে ছেড়ে গেছেন মায়ার পৃথিবী । সন্তান হিসেবে আমরা কি আদৌ ভুলতে পারবো ? সারা জীবন সন্তান হিসেবে পিতার পরম স্নেহ, ভালোবাসা। আদর মমতা মাখানো সুরে নাম ধরে ডাকতেন । সেই মিষ্টি মধুর হাঁসি কান্নায় মিশে আছেন এ মাটির সন্তান মরহুম আব্দুল হামিদ । পরম শ্রদ্ধেয় মানুষটি যিনি আমাদের কাছে অসাধারন । হৃদয়কে উজ্জীবিত করে । আলোকিত করে । আজ তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে যেখানে তিনি শৈশবে বেড়ে উঠেছেন । সাতার কেটেছেন প্রমত্তা বলেশ্বর নদী পাড়ি দিয়ে জয় করেছেন মনের পৃথিবীকে । সেই নিবেদিত প্রান স্পন্দন । হৃদয়কে তাড়িত করে তাই তো ছুটে এসেছেন গ্রামের তার প্রিয় স্বজন ভক্ত অনুসারী । নিজ গ্রামে আয়োজন করা হয় আলোচনা সভা মিলাদ দোয়া ও ইফতার মাহফিলের । সবাই এক বাক্যে সমস্বরে স্মৃতিচারনে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন আব্দুল হামিদ শেখ ছিলেন, একজন অতি ভালো মানুষ । এক সুন্দর মনের অধিকারী। মিষ্টভাষী নরম প্রকৃতির সাথে মিশে যাওয়া যে মানুষটি সারা জীবন সন্তানদের জন্য আমৃত্য তিলে তিলে ভালোবাসা স্নেহের পরশ বুলিয়ে বড় করেছেন । মনের বিশাল রাজপ্রাসাদে এ সন্তানের জন্য সব সময় বুকে আগলে রেখে কেঁদেছেন । তিনি মৃত্যুর পূর্বক্ষন পর্যন্ত সন্তানের সফলতা পূর্নতা আর যেন বসবাস যোগ্য এক সুন্দর পৃথিবী গড়তে পারে। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের কৃতি সন্তান জনাব রিয়াজ উদ্দিন । মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় । আল্লাহ যেন তাকে অনন্তকালের জন্য বেহেশত নসীব করেন । তিনি যেন থাকেন শান্তিতে । উল্লেখ্য, আব্দুল হামিদ ২০১৬ সালের ২৮ শে মে ৯৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন । মৃত্যুকালে তিনি সহধর্মীনি, দুই পুত্র, চার কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । বাবা হলেন বট বৃক্ষের ছায়া। রোদ বৃষ্টি উপেক্ষা করে ছাতার মত ভালোবাসার বাহুডোরে ছোট্ট কুঁড়েঘরে ছায়ার মত আগলে রাখতেন সন্তান ও পরিবারের সদস্যদের নিরাপদ মাতৃকোলে ।
|
|
|
|
|