|
কক্সবাজারে অনুমোদনহীন অপরিকল্পিত বহুতল ভবন ভাঙতে শুরু করেছে |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
॥ মোহাম্মদ জানে আলম সাকী, কক্সবাজার ॥ কক্সবাজারে অনুমোদনহীন অপরিকল্পিত বহুতল ভবন ভাঙতে শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) মোহাম্মদ জানে আলম সাকী, কক্সবাজার। কক্সবাজার শহরে অনুমোদনহীন অপরিকল্পিত বহুতল ভবন ভাঙতে শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ । বুধবার সকাল ১০টা থেকে শহরের পুলিশ সুপার কার্য্লায়ের পশ্চিমের সড়কে অবস্থিত নির্মাণাধীন তিনটি বহুলতল ভবন ভাঙা হচ্ছে। আমান উল্লাহ ফরাজী চেয়ারম্যানের নির্মানাধীন বহুলতল ভবন ও পাশের আরো দুটি ভবন ভাঙা হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী প্রকৌশলী ও অথরাইজ কর্মকর্তা ফজলুর করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ছাদেক’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হ”েছ। অভিযানে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের বিপুল সংখ্যক সদস্য রয়েছে। অভিযানে নেতৃত্বাধানকারী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী প্রকৌশলী ও অথরাইজ কর্মকর্তা ফজলুর করিম বলেন, ‘ভবন নির্মাণের নিয়ম-নীতি না মেনে অপরিকল্পিতভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে। এই জন্য তাদেরকে আগে নোটিশ দিয়ে তা ভেঙে ফেলার জন্য বলা হয়। কিন্তু তারা তা করেনি। তাই আমরা এসব ভবন ভাঙা শুরু করেছি।’এদিকে এসব ভবন ভাঙা নিয়ে মালিক কর্তৃপক্ষ নানা ভাবে অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, তাদের ভবন নির্মাণ সংক্রান্ত সব ধরণের বৈধ কাগজ রয়েছে। তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) বলছে তা যথাযত নয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডাসহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অভিযানের এক পর্যায়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহামদ নিজেই ভবন ভাঙার কাজে উপস্থিত হন। এসময় তিনি স্থানীয় লোকজন ও ভবন মালিকদের আইনী বিষয়ে ব্যাখ্যা করেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহামদ বলেন, ‘একটি সুন্দর ও পরিকল্পিত কক্সবাজার গড়তে আমরা কাজ করছি। এই জন্য নির্মাণের যথাযত নকশা না মেনে অপরিকল্পিতভাবে অনেক ভবন নির্মাণ করা হয়েছে তা সম্পূর্ন নিয়ম মেনে ভাঙার কাজ চলছে। তারই অংশ হিসেবে এইসব ভবন অপসারণ করা হচ্ছে।’
|
|
|
|
|