শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত   * মাদক কারবারে ককস বাজারের সাবেক এমপি বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি   * দিশেহারা সুগন্ধা দাশের পাশে দাঁড়াল চট্রগ্রামের জেলা প্রশাসন   * আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ;   * আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ;   * রশিদ মিয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান ;   * কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে যে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন;   * বাংলাদেশে অনুপ্রবেশ করলো মিয়ানমারের ৯ বিজিপি সদস্য   * ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুর্গম সীমান্তে বিজিবি মহাপরিচালক   * টানা ঈদের ছুটিতে কক্সবাজারে লাখ লাখ পর্যটক, হোটেলে কক্ষ না পেয়ে ভোগান্তি  

   আইন ও পরার্মশ
ঘুষ দুর্নীতিমুক্ত ভূমি ইউনিয়ন অফিস হতে পারে দেশের আদর্শ মডেল
  Date : 18-04-2018

॥ রাহাত আমিন অভি, বাগেরহাট ॥
গজালিয়া ইউনিয়ন ভূমি অফিস হতে পারে দেশের আদর্শ মডেল । আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত । এক সাহসী উচ্চারন । জমির দাখিলা আনতে গিয়ে অনেকেই শিউরে ওঠেন । প্রতি বছর জমির খাজনা আদায়ে মাইকিং করেও যেখানে পরিমিত রাজস্ব আদায় হতো না । এ অফিসে দাখিলা আনতে গিয়ে ডিজিটাল ব্যানারে চোখ পড়ল । ঐ লেখাটি দেখে গর্বে বুকটা ভরে উঠল।
এর আগে এ অফিসটি ঘুষ ও দুর্নীতিতে আচ্ছন্ন ছিল । কেউ ভয়তে খাজনা দিতে যেত না । যে খাজনা হত সরকারীভাবে তার প্রায় ৫০ গুন বেশি টাকা ঘুষ দিতে হত । এর অনেক প্রমান ও স্বাক্ষ্য বহন করে ভুক্তভোগী জমির কৃষক ও বাড়ির মালিকগন । বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ও ধোপাখালী ইউনিয়নের এ অফিসটি এখন সম্পূর্ন ঘুষ ও দুর্নীতিমুক্ত । খাজনা ও দাখিলা কাটতে লাইন পড়ে যায় । যে কৃষক রাজস্ব প্রদান করে এলাকার অন্যকে বলেন অতিরিক্ত টাকা লাগে না । এভাবেই কৃষকদের মুখে বিজ্ঞাপনী সংস্থার মত মাইকিং ছাড়াই ৮০ শতাংশের অধিক রাজস্ব আদায় হয়েছে ।
ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা রাজস্ব প্রশাসন জনাব মোঃ জাকির হোসেন । তিনি একজন সৎ আদর্শবান এবং সম্পূর্ন ঘুষ ও দুর্নীতিকে গর্হিত কাজ মনে করে একনিষ্ট সততার সাথে দায়িত্ব পালন করছেন । তিনি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করে জেলাবাসীকে এক অনন্য সেবা প্রদান করছেন । জাকির হোসেন এর আগে বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট যুব প্রধান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার এক গৌরবময় ইতিহাস রয়েছে । অসহায় গরীব মুমুর্ষ রোগীদের ক্ষেত্রে নিজেরা চাঁদা প্রদান করে শত শত ব্যাগ ছাড়াও তিনি নিজে তার শরীর থেকে এ পর্যন্ত ৪৪ ব্যাগ রক্ত প্রদান করেছেন । জাকির হোসেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থেকে দেশ ও জাতির কল্যানে নিরলস কাজ করে যাচ্ছেন । তিনি বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে শুধু সঞ্চিত অর্থ জমা করতেন । তিনি কোন বেহুদা কাজে খরচ করতেন না ।  জাকির হোসেন বাগেরহাট সংলাপ সাহিত্য আসরের অন্যতম সংগঠক । তিনি একজন কবি প্রবন্ধকার এবং লেখক ।
এ অফিসের আওতাধীন মৌজার সংখ্যা ২৩টি । মোট আয়তন ৩০.৮৬ বর্গকিলোমিটার । জমির পরিমান ৮,০৬৬.৫১ একর । এর মধ্যে কৃষি ৭,৯৩৫.৯৮ একর । অকৃষি ১৩০.৫৩ একর । খতিয়ান সংখ্যা ৭,৫০১ টি । মোট হোল্ডিং সংখ্যা ৭,৭৫৫ টি । আবাসিক ১৩৫.৩০ একর । বানিজ্যিক ২.৮৫ একর হাট বাজার দোকানপাট । সরকারী প্রতিষ্ঠান ১২.২১৫০ একর । বেসরকারী প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা ১০.১৫ একর । খাস জমির পরিমান ৪৭৫.৯০ একর । গ্রামের সংখ্যা ৩৬ টি । মোট জনসংখ্যা ১,৬৭,০৭০ জন । পুরুষ ৮১,৫৩৫ জন । মহিলা ৮৫,৫৩৫ জন । হাইস্কুল ০৫ টি । সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫ টি । মাদ্রাসা ০৩ টি । মসজিদ ৪৩ টি । মন্দির ০৮ টি । ঈদগাহ ০৯ টি । জনাব জাকির হোসেন একজন উন্নত চরিত্রের । অত্যন্ত সাদাসিধে সহজ সরল জীবন যাপন করেন । তিনি বলেন, সরকার কর্তৃক যে বেতন পাই । তা দিয়ে সংসার সামাজিক কর্মকান্ড রক্ষা করতে সর্বদা নিয়োজিত । অতিরিক্ত অবৈধ টাকার কোন প্রয়োজন বা চাহিদা আমার নেই । আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে স্বচ্ছ থেকে মানুষের সেবা করতে চাই । জাকির হোসেন ২০১৭ সালের ২১ শে আগষ্ট দায়িত্ব পালনের পর এখানে ভূমির মালিকদের এক প্রকার স্বস্তি ফিরে এসেছে । এলাকার গজালিয়া একটি বৃহৎ বাজার । এখানে সর্বত্রই দোকান এবং ব্যবসায়ীদের মুখে মুখে জাকির হোসেনের গুনকীর্তন এবং এই অফিস দুর্নীতিমুক্ত হওয়ায় বাগেরহাটে অন্যান্য ভূমি অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে এলাকার জনগন মাননীর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন । বাংলাদেশের মধ্যে এ অফিসটি হতে পারে দেশের একটি আদর্শ মডেল । আমি মাত্র দু`বার গজালিয়া ভূমি অফিসে এসে এবারই প্রথম এক ব্যাতিক্রমী সেবা প্রদান দেখে সত্যিই মুগ্ধ । জনবল কম হলেও যারা আছেন তারা অত্যন্ত আন্তরিক ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন । এটি আমার নিজ এলাকা আমি নিজে গর্বিত । সকল কর্মকর্তা ও কর্মচারীরা যেন এভাবেই দেশের কাজে অগ্রনী ভূমিকা সততা ও আদর্শকে সমুন্নত রাখতে পারেন । আমি তাদের সাফল্য ও নিরাময় জীবন কামনা করছি ।বাগেরহাট জেলার ছোট্ট একটি উপজেলার নাম কচুয়া । এর মধ্যে গজালিয়া ও ধোপাখলী ইউনিয়নের প্রধান অর্থকরী ফসল ধান নারকেল ভূট্টা সুপারী আঁখ তরমুজ মাছের ঘের তাল খেজুর গুড় আর হরেক রকম সবজী ক্ষেত । এ মৌসুমে ধানের ও তরমুজের বাম্পার ফলনে কৃষক ও কৃষাণীর মুখে হাসি ফুটতে শুরু হয়েছে । ভূমি ইউনিয়ন ভূমি উপ- সহকারী রাজস্ব প্রশাসন জাকির হোসেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে জবাবদিহিতা নিরপেক্ষতা স্বচ্ছতা ও শৃংখলা ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন । এটি তার দৃঢ় চেতা মনোবল । শক্তি সাহস জোগায় প্রতিনিয়ত । ধোপাখালী - গজালিয়া দু`টি ইউনিয়ন যেন সুন্দর একটি বাংলাদেশ । এটি হতে পারে দেশের একটি অন্যতম ঘুষ দুর্নীতিমুক্ত আদর্শ ভূমি অফিস ।








  
  সর্বশেষ
৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, হুঁশিয়ারি সংকেত
মাদক কারবারে ককস বাজারের সাবেক এমপি বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি
দিশেহারা সুগন্ধা দাশের পাশে দাঁড়াল চট্রগ্রামের জেলা প্রশাসন
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ;

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308