শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;   * ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’   * বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন   * চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;   * ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;   * গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড   * কক্সবাজারের টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ   * মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর   * ট্রাকচাপায় সড়কে ঝড়ল অটোরিকশা চালকের প্রাণ   * ৭নং ওয়ার্ডে এনজিও সংস্থা প্রত্যাশী এর সেমিনার অনুষ্ঠিত ;  

   জাতীয়
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, বিরল রোগে আক্রান্ত জহিরুল বাঁচতে চায়
  Date : 10-12-2017

 ॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥

 ইঞ্জিঃ জহিরুল ইসলাম চাদপুঁর জেলার কচুয়া থানার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটার গ্রামের অধিবাসী। তার বাবা একজন কৃষক, মা অসুস্থ হয়ে পঙ্গু জীবন যাপন করছে। সে একজন Faciio Scapnto Humeral Muscular dystrophy রোগী। দূরারোগ্য এই রোগটি তার ১৮ বছর পর থেকে দৃশ্যমান হয়। তার বর্তমান বয়স ২৬ বছর। সে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের সব হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা নিতে চেষ্টা করে কিন্তু কোন ফলাফল পায়নি।

 

অতঃপর উন্নত চিকিৎসার জন্য ২০১৫ সালে ভারত যায়। ভারত কে.পি.সি হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে গেলে এই চিকিৎসা নেই বলে জানায়। পরর্বতীতে ২০১৭ সালে আবার চিকিৎসার জন্য ভারতে গেলে তখন কে.পি.সি হাসপাতাল (প্রফেসর ডা: আমলান মন্ডল) কলকাতা, ক্রিস্ট্রিয়ান মেডিকেল কলেজ (ডাঃ কেবিন জন) ব্যাঙ্গালোর চেন্নাই, সি নারায়নী হাসপাতাল (প্রফেসর ড: টি.টু মটু) তামিল নাডু মার্দ্রাজ, ব্যাঙ্গালোর ন্যাশনাল নিওরো সাইন্স এন্ড মেন্টাল হ্যালথ ইন্সটিটিউট (প্রফেসর এ নালনী) ব্যাঙ্গালোর।

 তারা প্রত্যেকেই সর্বোচ্চ সুবিধা প্রধান সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য আমেরিকাতে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং বলে যদি এখনি সঠিক চিকিৎসার ব্যবস্থা না হয় তাহলে সামনের কয়েক বছরের মধ্যে প্যারালাইসেস হয়ে যাবে। দীর্ঘ প্রায় দেড় মাস ভারতে অবস্থান শেষে দেশে ফিরে তার মামা (আমেরিকার নাগরিক), মামাত ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে অতঃপর তারা তাকে সাহায্য করতে আশস্ত করে। সে তার এই রোগের জন্য আমেরিকার বৃহত্তর চিকিৎসা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব রোসেস্টোর মেডিকেল সেন্টরের নিওরো মাসকুলার ডিজোএস সেন্টার অন্তর্গত the fields center of Faciio Scapnto Humeral Muscular dystrophy ও নিওরো মাসকুলার রিচার্জের ডিরেক্টর ডঃ রাবি তাওয়াল সাথে যোগাযোগ করলে তারা তার কাগজ পত্র, পরীক্ষাপত্র এবং সমগ্র শরীরের ছবি দেখে দুই সপ্তাহ পর্যালোচনা করে চিকিৎসার জন্য আশস্ত করে এবং একটি এপয়েন্টমেন্ট দেয় যার তারিখ ডিসেম্বর ১৩, ২০১৭ ইং অতঃপর ইউ এস মেডিকেল ভিসা সহজে পেতে এম্বেসী বরাবর একটি এপয়েন্টমেন্ট লেটার পাঠায়। এরপর চিকিৎসার খরচের জন্য তার আত্মীয় স্বজন এবং স্থানীয় এমপি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ডঃ মহীউদ্দীন খান আলমগীর এর কাছে গেলে তিনি যাবতীয় খরচ বহন করবে এবং চিকিৎসার শেষে দেশে ফিরে আসবে এই মর্মে একখানা পত্র এম্বেসী বরাবর প্রেরন করে। এই দিকে আমেরিকার বসবাসরত তার মামা, মামাতো ভাই, মামাতো বোন তার ইউএস এ চিকিৎসার জন্য অবস্থানরত সময় সকল খরচ বহন মর্মে নোটারি পাবলিকেশন করে একখানা পত্র এম্বেসী বরাবর প্রেরণ করে এরপর সে প্রথমবারের মত আমেরিকার মেডিকেল ভিসার জন্য ৩ অক্টোবর লাইনে দাড়ায় কিন্তু ভিসা অফিসার কোন কারন না বলে ডিসকোয়ালিফাই ঘোষনা করে। এমতাবস্থায় সে চরম হতাশাগ্রস্থ হয় এবং বাংলাদেশের উচ্চ পদস্থ লোকদের কাছে বাচার আকুতি জানায়। তাদের সহযোগীতায় সে দ্বিতীয় বারের মত এম্বেসী ফি জমা দিয়ে ভিসার জন্য ১৪ই নভেম্বর লাইনে দাড়ায়। কিন্তু ভিসা অফিসার তাকে আগের মত ডিসকোয়ালিফাই করে। এমতাবস্থায় প্রধানমন্ত্রী ও জাতীয় মানবাধিকার কমিশন চেয়াম্যান এর কাছে তার একটাই চাওয়া- “আমি বাঁচতে চাই। আমাকে বাঁচার সুযোগ করে দিন।”



  
  সর্বশেষ
বিশ্বব্যাপী মানবাধিকারকে অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ;
ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন
চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308