বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গাজীপুরে সারি সারি গাছে ঝুলছে দার্জিলিংয়ের কমলা   * কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১   * হরিপুরে ৪৫ পিচ ট‍্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার   * গাজীপুরে রডভর্তি ট্রাকে আগুন চালক দগ্ধ   * গাজীপুরে বাতিল ১, বৈধ প্রার্থী ২৬ জন   * গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ   * গাজীপুরে বাসে আগুন   * ২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা   * ঠাকুরগাঁওয়ে নতুন নৌকার মাঝি মাজহারুল ইসলাম সুজন   * ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা  

   জাতীয়
কিশোরী আনিকা প্রতিবন্ধী স্বামী ও শাশুড়ীর নির্যাতন থেকে মুক্তি চায়
  Date : 22-06-2023

বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে লেখাপড়া চালিয়ে যেতে চায় কিশোরী নুসরাত জাহান আনিকা । মেধাবী ছাত্রী হিসাবে পড়া শুনা শেষে দেশ ও সমাজ গড়ার কাজে অংশ গ্রহণ করতে ইচ্ছুক। এজন্য সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছে।
ঘটনা বিবরণে জানা যায়, গত বছর ডিসেম্বরে এস এসসি পরীক্ষা শেষে তার এক খালার মাধ্যমে আনিকাকে তার চেয়ে দ্বিগুন বয়সের প্রতিবন্ধী ও মানষিক রোগী এক ছেলের সাথে বিবাহ দেওয়া হয়। তখন তার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। স্বামী সংসার কি? তার বুঝে উঠার আগেই বিবাহ দেওয়ায় কিশোরী আনিকা হতভম্ব হয়ে যায়। আনিকার সাথে যার বিবাহ হয় তার নাম নুরুজ্জামান অনিক বয়স প্রায় ৩৩ বছর। তার পিতার নাম সাইদুল ইসলাম খোকন। তাদের বাড়ি ঢাকার মিরপুরের মনিপুর। নুরুজ্জামান আগেও একটি বিবাহ করেছিল যা বেশি দিন টেকেনি। সেই বউ চলে যাওয়ার পর আনিকার বড় খালার মাধ্যমে ছেলের মা অর্থাৎ বর্তমান আনিকার শাশুড়ী নুরুন্নাহার এর সাথে পূর্ব পরিচয় সুত্রে ঘটকালির মাধ্যমে আনিকাকে বিবাহ দেওয়া হয়। ছেলে প্রতিবন্ধী ও মানষিক রোগী এবং আগে বিবাহ ছিল তা আনিকার পরিবার জানত না। আনিকার স্বামী শশুরের এক মাত্র ছেলে ও ঢাকায় বাড়ি আছে, আনিকা সুখ শান্তিতে থাকতে পারবে সেই লক্ষ্যে আনিকার পিতা-মাতা কিশোরী আনিকাকে বুঝিয়ে শুনিয়ে বিবাহ দেয়, বিবাহের ২/৩ মাস পরেই বিবাহের মেহেদী রং মুছতে না মুছতেই আনিকার স্বামীর বাড়ি থেকে এক প্রকার পালিয়ে বাপের বাড়ি চলে আসে। সন্তান নেওয়ার অজুহাতে শাশুড়ীর ইন্ধনে প্রতিবন্ধি ও মানষিক রোগী স্বামীকে যৌন উত্তেজক ঔষধ সেবন করে প্রতিদিন অসংখবার যৌন ও মানষিক নির্যাতন করতো। যা আনিকার কাছে অসহনীয় হয়ে উঠে। আনিকা তার মা,বাবা ও খালাকে এ সমস্যার কথা বললেও তারা বুঝিয়ে শুনিয়ে স্বামীর ঘর সংসার করার অনুরোধ করতো। নির্যাতনের মাত্র বেড়ে যাওয়া আনিকা শশুর বাড়ী ছেড়ে বাপের বাড়ী চলে আসে। সেখান থেকে আসার পর গত ২/৩ মাস ধরে আনিকা মায়ের কাছেই আছে। শশুরবাড়ীর লোকজন কোন উদ্যোগ না নেওয়ায় এবং আনিকাও যেতে ইচ্ছুক না থাকায় বিষয়টি আনিকার মা-বাবার জন্য খুবই দুঃচিন্তার বিষয় হয়ে দাড়ায়। তার মা-বাবা আইনি কোন ব্যবস্থা নিতে পারছেনা, কারণ আনিকার বিবাহটা রেজিষ্ট্রি করা ছিলনা রেজিষ্ট্রি না করার পিছনে আনিকার শাশুড়ী নুরুন্নাহারের কুট কৌশল ছিল। শেষ পর্যন্ত উপায় না পেয়ে আনিকা তার পিতা-মাতাকে নিয়ে গত ২৫ মে ২০২৩ কারওয়ান বাজার জাতীয় মানবাধিকার কমিশন অফিসে আসে। সেখানে কোন সহযোগিতা ও কাউকে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে ফিরে যাবার সময় উক্ত ভবনের বিপরীত ভবনে মানবাধিকার খবর পত্রিকার বিলবোর্ড দেখতে পায়। সেই সূত্র ধরে মানবাধিকার খবর অফিসে আসে। তার সমস্যার বিষয়ে বিস্তারিত বিবরন দেন এবং লিখিত একটি অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে বিবাহের পর থেকে শশুর বাড়ির লোকজন দ্বারা শারীরিক ও মানষিক নির্যাতনের বিষয়টি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন প্রকাশ ও সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।
মানবাধিকার খবর লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক ভাবে ফোনে শাশুড়ী নুরুন্নাহারের সাথে যোগাযোগ করা হলে শাশুড়ী এ প্রতিবেদক কে বলেন, খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে উভয় পক্ষ বসে চলমান সমস্যার সুষ্ট সমাধান করা হবে। কিশোরী আনিকা মানবাধিকার খবর অফিসে লিখিত অভিযোগ করার সময় অঝোরে কাঁদছিলেন সাথে মা শাহানা বেগম। বাবা আবুল কালাম নিচ্চুপ থেকে পাশে বসে মেয়েকে সান্তনা দিচ্ছিলেন। এ সময় আনিকা বার বার মুর্ছা গিয়ে মানবাধিকার খবর সম্পাদককে বলতে থাকেন তাকে যেন কোন অবস্থাতেই শশুরবাড়ীতে না পাঠানো হয়। সে শশুর ও স্বামীর বাড়ী থেকে মুক্ত হয়ে লেখা পড়া শেষে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। আনিকার বাড়ী ঢাকার মিরপুরের দক্ষিন মনিপুরে।



  
  সর্বশেষ
গাজীপুরে সারি সারি গাছে ঝুলছে দার্জিলিংয়ের কমলা
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১
হরিপুরে ৪৫ পিচ ট‍্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুরে রডভর্তি ট্রাকে আগুন চালক দগ্ধ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308