এস কে সরকার, ঘাটাইল থেকে:
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের শতবর্ষ প্রাচীন গারট্ট গ্রামের সরকার বাড়ী পূজা মন্ডবে ৬দিন ব্যাপি শারদীয় দূর্গ্যােৎসবের আয়োজন করা হয়। ৮ অক্টোবর শনিবার বিকাল ৩টায় বিশ্বমানবের মঙ্গঁল কামনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয। উক্ত অনুষ্ঠানে অর্থ মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী জননেতা ড. আব্দুর রাজ্জাক এমপি, প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুন হাসান খান ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে মঞ্চ আলোকিত করেন। আমন্ত্রিত স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঘাটাইল শাখা সভাপতি ও মানবাধিকার খবর পত্রিকার প্রতিনিধি এস.কে. সরকার (সুকুমার) হিন্দু মহাজোট অর্থ সম্পাদক জীবন কর্মকার, উপস্থিত সকল অতিথিবৃন্দদের উলুধ্বনি শঙ্খধ্বনি ও ঢাক বাজিয়ে সরকারবাড়ী পূজা কমিটির সদস্যবৃন্দ স্বাগত জানায়।
সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন গারট্ট সরকার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শিক্ষক বাবু মনীন্দ্র মোহন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকার বাড়ীর কৃতি সন্তান মেহনতী মানুষের কণ্ঠস্বর দরিদ্র পরিবারের খাদ্য ও বস্ত্র বিতরন ব্যাক্তিত্ব এলাকার হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মালম্বী সকল মানুষের নয়নের মনি শিক্ষাবিদ প্রফেসর অধীর চন্দ্র সরকার স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ড. আব্দুর রাজ্জাক এম.পি সাবেক মন্ত্রী মহোদয়কে ফুলের তোরা দিয়ে বরন করেন গারট্ট ঐতিহ্যবাহী সরকার বাড়ীর কৃতি সন্তান ঘাটাইল আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় নিতাই চন্দ্র সরকারের নাতনি চৈতি সরকার, মিতু সরকার, শ্রাবন্তী সরকার।
দুষ্টের দমন ও শিষ্টের পালনই হোক দূর্গাপূজার অনুপ্রেরনা। ধর্ম হচ্ছে আত্মার প্রদীপ, হিংসায় তাকে কুলষিত করা যাবে না মর্মে সকল বক্তার আলোচ্য বিষয় ছিল। আলোচনা শেষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট ফোক শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন ও সন্ধ্যা আরতীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
৯ অক্টোবর বাবু অধীর চন্দ্র সরকার ৭নং দিগড় ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের সকাল বিভিন্ন ধর্মালম্বী গরীব দুঃখীদের মাঝে ৮.০০ টা হইতে দুপুর ১২.০০ টা পর্যন্ত বস্ত্র বিতরন করেন। বিকাল ২.০০ টা হতে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত ঘাটাইল উপজেলার সাগরদিঘী, জোড়দিঘী, ইছারবাইদ সহ বিভিন্ন পূজা মন্ডবে হতদরিদ্র পূজারীদের মাঝে বস্ত্র বিতরন করেন। বস্ত্রবিতরন সফর কালে সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঘাটাইল থানা শাখার সভাপতি এস.কে. সরকার সুকুমার, কোষাধ্যক্ষ জীবন কর্মকার প্রমুখ।