মোঃ রহমত উল্লাহ পাটোয়ারী, রামগঞ্জ থেকে:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাসাকে কম্পিউটারাইজ করার দায়িত্ব নিলেন আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন বাবুল গত ২০ জুলাই বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে জেলা প্রশাসকের সাথে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিদের সাথে আয়োজিত মতবিনিময় ও শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রি বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন খান বাবুল, মেজর জেনারেল (অব:) আশারাফ আবদুল্লাহ ইউসুফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: শাহজাহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া, সাবেক পৌরসভা মেয়র বেলাল আহমেদ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে কম্পিউটারসহ মাল্টিমিডিয়া সামগ্রীর প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহব্বান জানান। এ সময় বিশেষ অতিথি আনোয়ার খাঁন বাবুল রামগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় কম্পিউটারসহ মাল্টিমিডিয়া সামগ্রী পর্যায়ক্রমে দেওয়ার ঘোষণা করেন এবং উপজেলার ১০ টি ইউনিয়নে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১০টি কম্পিউটার , ২২টি ৪০ ইঞ্চি এলইডি মনিটর ও ২শত জোড়া বেঞ্চ বিতরণ করেন। উল্লেখ্য রামগঞ্জ উপজেলায় ৩৬ মাধ্যমিক স্কুল ও ৩৪ টি মাদ্রসা রয়েছে।