রবিবার, জুলাই ১৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে   * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে   * কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা   * ব্যাংকিংয়ের অগ্রযাত্রা নয়া দিগন্ত , ইসলামী ব্যাংকের ২০ হাজার কোটি টাকার মাইলফলক   * কুমিল্লা শিক্ষাবোর্ডে এস এস সি`তে পাসের হার ৬৩ দশমিক ৬০, জিপিএ ৫ পেয়েছে ৯৯০২   * মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর   * মুরাদনগরে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর   * হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ   * সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ উপর হামলাকারী ও তাদের মদদদাতা খুজছে পুলিশ ও যৌথ বাহিনী   * চট্টগ্রামে নগরীতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান  

   রাজনীতি
শোক শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত
  Date : 01-11-2016

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

৩ নভেম্বর নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে জেলহত্যা দিবস। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোকর‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে।

রাজশাহী : সকালে জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। পরে শোকর‌্যালি শেষে মহানগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএইচএম কামারুজ্জামানের ছেলে নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রাষ্ট্র ক্ষমতায় থাকতেই জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। এ জন্য কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে।

 কিশোরগঞ্জ : সকালে শহরের বিজয় চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতি উন্মোচন করেন শহীদের ঘনিষ্ঠ সহযোদ্ধা প্রয়াত আবু হানিফেরে ছেলে ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন। পরে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে বিজয় চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে ‘মুক্তখলা’। সংগঠনটি তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। বিকালে শোকর‌্যালি করে আওয়ামী লীগ।

গাজীপুর : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চার নেতার একজন শহীদ তাজউদ্দীন আহমদের জন্মস্থান গাজীপুরে দিবসটি উপলক্ষে কোরানখানি, জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, রক্তদান, আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজত উল্লাহ খান।

সিরাজগঞ্জ : শহীদ এম. মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল¬াত মুন্না এমপি, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান ও মোস্তফা কামাল খান প্রমুখ।

ময়মনসিংহ : আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে শোকর‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন অ্যাড. জহিরুল হক খোকা। অংশ নেন অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, এহতেশামুল আলম, ইকরামুল হক টিটু প্রমুখ। র‌্যালি শেষে চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশাল : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে অ্যাড. তালুকদার মো. ইউনুস এমপির নেতৃত্বে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। এ সময় মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট : বাদ জোহর হযরত শাহজালাল (র.)-এর মাজার মসজিদের আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমদ কামরান, অ্যাড. লুত্ফুর রহমান, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

বগুড়া : শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতাজ উদ্দিন, মজিবর রহমান মজনু, ডা. মকবুল হোসেন। এ ছাড়া কমিল্লা, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, মেহেরপুর, মৌলভীবাজার ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে দিবসটি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

 

 



  
  সর্বশেষ
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলায় আসামি সহ আসামীপক্ষের ইন্ধনদাতা ও আশ্রয়দাতাদের গ্রেপ্তারের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হার্ডলাইনে
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
ব্যাংকিংয়ের অগ্রযাত্রা নয়া দিগন্ত , ইসলামী ব্যাংকের ২০ হাজার কোটি টাকার মাইলফলক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308