নাটোে ছেলের বউ সেলিনা বেগমের হাতে শ্বশুর আকবর আলী মোল্লা খুন হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত নয়টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পাঠান পাড়ায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ছেলে মিজানুর রহমানের স্ত্রী সেলিনা বেগমের ওপর দীর্ঘদিনের কুদৃষ্টি থাকায় বিভিন্ন সময় শ্বশুর তাকে বিরক্ত করতো। ঐ দিন শ্বশুর আকবর আলী মোল্লা তার শ্লীলতাহানীর চেষ্টা করলে সেলিনা বেগম বটি দিয়ে তার শ্বশুর আকবর আলী মোল্লাকে কোপ দেয়। শ্বশুর কোপ খেয়ে কিছুটা পথ দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়।