বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * একসাথে জুটি বাঁধলেন শিপন মিত্র ও দীপান্বিতা রায়।   * দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত   * কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা   * র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার।   * গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাস দম্পতিসহ ১৬৭ নেতাকর্মী অব্যাহতি   * মওদুদ আব্দুল্লাহ শুভ্র( ব্যুরো চীফ- কুমিল্লা) :- র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার।   * কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে দ্বিতীয় কোর্সে প্রশিক্ষণ   * সাহসিকতার স্বীকৃতিতে এসআই খাজু মিয়া পেলেন রাষ্ট্রপতির ( পি পি এম) পুলিশ পদক   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা আসামীদের বিরুদ্ধে মামলায় আসামী পক্ষের বিভিন্ন তথ্য বিভ্রান্তি সহ গুন খুনের আগাম আল্টিমেটাম, কে নিবে এর দায়িত্ব?   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা আসামীদের বিরুদ্ধে মামলায় আসামী পক্ষের বিভিন্ন তথ্য বিভ্রান্তি সহ গুন খুনের আগাম আল্টিমেটাম, কে নিবে এর দায়িত্ব?  

   সাহিত্য ও সাময়িকি
দুস্থ ও অসুস্থ শিল্পীদের সহায়তায় এগিয়ে এলেন সাবিনা ইয়াসমীন
  Date : 01-07-2016

 

মানবাধিকার খবর ডেস্ক :

 

আমরা প্রায়ই শুনি, অমুক শিল্পী অর্থাভাবে চিকিৎসাসেবা নিতে পারছেন না। শেষ বয়সে এসে অমুক শিল্পী অর্থাভাবে পরিবারের খরচ বহন করতে পারছেন না। এই শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য প্রায়ই চ্যারিটি কনসার্ট আয়োজনের খবর শোনা যায়। দেশের দুস্থ ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন গড়লেন বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তাঁর নেতৃত্বে ‘রেশ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানে তিনি সভাপতির দায়িত্বে থাকছেন।

জানা গেছে, ৪ জুন সরকারিভাবে এটি নিবন্ধিত হয়েছে। দেশীয় সংগীতের প্রচার ও প্রসার, বিশুদ্ধ সংগীত পরিচর্যা, সংগীতের সঙ্গে যুক্ত পেশাজীবী মানুষের জীবনতথ্য, যোগাযোগ ও কীর্তির কথা, স্বীকৃতি ও স্বাতন্ত্র্যের কথা, আনন্দ-বেদনা, সুখে-দুঃখে তাঁদের পাশে থাকা, পাশে গিয়ে দাঁড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের মতো লক্ষ্য সামনে রেখে সংগীত পরিচালক ফরিদ আহমেদ গত বছরের ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রেশ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। এতে দেশের কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও যন্ত্রসংগীতশিল্পীদের ফটো আর্কাইভ করা হয়েছে। এতে রয়েছে তাঁদের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি। ওই গ্রুপেরই প্রাতিষ্ঠানিক রূপ হলো রেশ ফাউন্ডেশন।

বছর দুয়েক ধরে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) সঙ্গে যুক্ত আছেন সাবিনা ইয়াসমীন। এই প্রতিষ্ঠানের হয়ে তিনি দুস্থ শিশুদের জন্য কাজ করছেন। এ ছাড়া মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে যুক্ত আছেন ‘মানুষ’-এর সঙ্গেও।

সাবিনা বললেন, ‘গানের পাশাপাশি সামাজিক কাজকর্ম করার ইচ্ছা বহুদিনের। আমার সব সময় চেষ্টা থাকে দুস্থ ও অসুস্থ শিল্পীদের পাশে থাকার। রেশ ফাউন্ডেশন থেকে যখন আমাকে বলা হলো, কোনো কিছু চিন্তা না করে জানিয়ে দিলাম তাদের সঙ্গে আছি। এভাবে শুরু হলো। আমাদের মূল উদ্দেশ্য অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো। আমাকে এই ধরনের একটি উদ্যোগে যুক্ত থাকার আহ্বান জানানোয় খুব খুশি হয়েছি।’

১১ জুন সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় রেশ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্যরা সাংবাদিকদের সামনে তাঁদের উদ্দেশ্য ও আদর্শের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘আমরা কোনো কাজ করলে সেটার একটা রেশ থেকে যায়। সংগীতের সঙ্গে যুক্ত মানুষের গান আর সুরের রেশটা থেকে যায়। সেই চিন্তা থেকে এই ফাউন্ডেশনের নাম রেশ রাখা হয়েছে। সংগীত শিল্পী–সমাজই থাকবে এর ভাবনার কেন্দ্রে। সৃজনশীল কাজের মাধ্যমে শিল্পীদের চিকিৎসার সময়ে সহায়তায় তহবিল গঠন করাই হবে মূল লক্ষ্য। আমরা দেশীয় সংগীতাঙ্গনের যেসব শিল্পী কাজ করছেন, তাঁদের পূর্ণাঙ্গ ডেটাবেইসসংবলিত ইন্টারেকটিভ ওয়েব পোর্টাল তৈরির কাজও করছি।’

রেশ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে আরও আছেন যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মতিউর রহমান (গীতিকবি), সহসভাপতি ফরিদা ফারহানা (গীতিকবি), নির্বাহী সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান (যন্ত্রসংগীতশিল্পী), শাহনাজ বাবু (কণ্ঠশিল্পী), রবিউল ইসলাম জীবন (গীতিকবি ও সাংবাদিক) ও রিয়াজ আহমেদ (আইটি বিশেষজ্ঞ) এবং কোষাধ্যক্ষ জামালউদ্দীন চৌধুরী (সংগঠক)।



  
  সর্বশেষ
একসাথে জুটি বাঁধলেন শিপন মিত্র ও দীপান্বিতা রায়।
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার।

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308