শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন   * চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;   * ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;   * গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড   * কক্সবাজারের টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ   * মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর   * ট্রাকচাপায় সড়কে ঝড়ল অটোরিকশা চালকের প্রাণ   * ৭নং ওয়ার্ডে এনজিও সংস্থা প্রত্যাশী এর সেমিনার অনুষ্ঠিত ;   * কুড়িগ্রামে অযৌক্তিক রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন   * কুড়িগ্রামে তীব্র গরমে অচেতন হয়ে বৃদ্ধের মৃত্যু  

   সাক্ষাতকার
ক্ষতবিক্ষত উপকূল : ভোগান্তিতে লাখো মানুষ রোয়ানু কেড়ে নিল ২৪ প্রাণ
  Date : 02-06-2016

নিজস্ব প্রতিবেদক :

 চট্টগ্রামসহ দেশের উপকূল এলাকায় ২১ মে দুপুরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এর তা-বে বন্দরনগরীর বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট দুর্যোগে সাত জেলায় প্রাণহানি হয়েছে ২৪ জনের। এর মধ্যে চট্টগ্রামেই মারা গেছেন ১২ জন। আহত হয়েছেন বহু মানুষ। কক্সবাজার, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ উপকূলীয় জেলাগুলোয় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়ার দাপট শুরু হয়েছিল শনিবার ভোররাত থেকেই; সে সঙ্গে বৃষ্টি। দুপুর দেড়টার দিকে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি বিকেল ৫টার দিকে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। এর পর ভারি বৃষ্টিপাত হয় আরও কয়েক ঘণ্টা।

এরই মধ্যে চট্টগ্রামে পাহাড় ধসে মা-ছেলেসহ ১২ জন, নোয়াখালীর হাতিয়ায় জোয়ারে ভেসে মা-মেয়েসহ তিনজন, ভোলায় ঝড়ে ঘরচাপা পড়ে তিনজন, কক্সবাজারে দেয়ালচাপা পড়ে ও নৌকা থেকে পড়ে তিনজন, ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে এক রাখাল, পটুয়াখালীতে ঘরচাপায় বৃদ্ধ ও লক্ষ্মীপুরে গাছ উপড়ে একজনের মৃত্যু হয়।

প্রবল বৃষ্টিতে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় ক্ষয়ক্ষতি ভয়াবহ রূপ না নিলেও ক্ষতবিক্ষত হয়েছে উপকূলীয় এলাকা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে ১৪ জেলার উপকূলবর্তী গ্রাম। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ।

রোয়ানুতে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল। উপকূলে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছিল। ভারি বৃষ্টিতে ঘূর্ণিঝড়ের ভয়াবহতা থেকে রক্ষা পায় উপকূলবাসী। তার পরও অন্তত পাঁচ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উপকূলের বিভিন্ন এলাকায়। গাছ উপড়ে ওই সব স্থানে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। দ্বীপজেলা ভোলার সঙ্গে সারাদেশের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন। হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া ও মহেশখালী দ্বীপ মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। সারাদেশে ২২ মে’র এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। চট্টগ্রামের দুটি ইপিজেডে ২১ মে ছুটি ঘোষণা করা হয়। তবে একদিন বন্ধ থাকার পর ২১ মে সন্ধ্যায় অভ্যন্তরীণ নৌ ও ফেরি চলাচল শুরু হয়।

২১ মে রাতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়, বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে রোয়ানু। দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি ফেনী, সীতাকু- ও খাগড়াছড়ি এবং ভারতের ত্রিপুরায় অবস্থান করছে। আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। গতকাল রোয়ানু আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯২ কিলোমিটার।

আবহাওয়াবিদ শামীম হাসান ভূঁইয়া জানান, ২১ চট্টগ্রামে ৭৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় খেপুপাড়ায় ২৫২ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ৬৯ মিলিমিটার।

দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, আক্রান্ত উপকূলবাসীকে ত্রাণ-সহায়তা দেওয়া হচ্ছে। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারক করছেন। আগাম ব্যবস্থা নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবী করেছেন মন্ত্রী।



  
  সর্বশেষ
বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন
চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;
ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308