বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজ শিক্ষার্থী।
শনিবার(৬ সেপ্টেম্বর)সন্ধ্যা থেকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাওরাইদ মধ্যপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিক সাব্বিরের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, তারা দুজন একই কলেজের শিক্ষার্থী। গত ৬ মাস ধরেই শ্রীপুর সরকারি কলেজপড়ুয়া যুবক সাব্বির (ছদ্মনাম) এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল কাপাসিয়া উপজেলার তরগাও ইউনিয়নের তরগাও গ্রামের সিমার(ছদ্মনাম)সঙ্গে ।
এরপর উপায় না দেখে অবশেষে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।তারা দুজন শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ভিড় জমায়। তবে ঘটনার পর থেকে প্রেমিক সাব্বির পলাতক রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, গত রাতে ৯৯৯- এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন।