মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম :
কক্সবাজারের মহেশখালীতে রাতের আঁধারে গাছ পাচারের সময় একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বন বিভাগ। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিট এলাকায় ডাম্পারটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিট অফিসার মঞ্জুর মুর্শেদ বিভিন্ন গণমাধ্যমকে জানান, পাচারকারীরা গাছ বোঝাই করে নিয়ে যাচ্ছে— গোপনে এমন সংবাদে রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। তবে বন বিভাগের টিমের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় গাছসহ ডাম্পারটি জব্দ করে বিট অফিসে নিয়ে আসা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়রাও পরিবেশ কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সোনামিয়ার নেতৃত্বে একটি পাচারকারী সিন্ডিকেট অবৈধভাবে গাছ পাচার করছে। বন উজাড় রোধে সচেতন মহল সরব হলেও বন বিভাগের নিষ্ক্রিয়তায় তারা হতাশ ছিলেন। তবে এবার ডাম্পার জব্দ করায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।