সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
কথিত মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দিলদারের জামিন বাতিল;
  Date : 05-09-2024
প্রতারণা ও মানবপাচার আইনের মামলায় কথিত মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’র চেয়ারম্যান সাইফুল ইসলাম দিলদারকে দেওয়া হাইকোর্টের জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে আইনজীবীরা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন। রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে  মানবাধিকার কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আদালত রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যথাসময়ে পদক্ষেপ নেননি বলেই নামে-বেনামে এ ধরনের প্রতিষ্ঠানের জন্ম হয়। এর আগে গত ৩ জুলাই প্রতারণা ও মানবপাচার আইনের মামলায় সাইফুল ইসলাম দিলদারকে জামিন দেন হাইকোর্ট। পরে ৭ জুলাই তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ২০২৩ সালে প্রতারণা ও মানবপাচার আইনে সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে মামলা করে জাতীয় মানবাধিকার কমিশন। গত ২৫ আগস্ট বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি সংগঠনকে ‘ভুঁইফোড়’ উল্লেখ করে এ ধরনের কথিত মানবাধিকার ব্যবসায়ীদের অপকর্মের বিষয়ে সজাগ থাকতে সবার প্রতি অনুরোধ জানায় জাতীয় মানবাধিকার কমিশন।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


  
     রাজনীতি
ক্রয়াদেশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ হবে সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
আসন্ন বি এন পি`র ৩০০ আসনে প্রার্থী এই মাসের ভীতরে বাদের শঙ্কায় তালিকায় আছেন অনেকেই
৩০০ আসনে মাঝে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করলেন জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি)
শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কর্মশালা রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ আগষ্ট) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারী সংস্থা রূপান্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সুন্দরবন একটি সংরক্ষিত এলাকা। আমাদের কর্মকান্ডে ও প্লাষ্টিক-পলিথিনের অবাধ ব্যবহারের কারণে চিরচরিত রূপ হারাতে বসেছে। এ জন্য তিনি যুবদের সাথে সকলের কাজ করার আহব্বান জানান। তসলিম আহম্মেদ টংকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, সামাজিক বন কর্মকর্তা মোঃ আছাফুর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং ইয়ুথ ফর সুন্দরবনের যুবরা উপস্থিত ছিলেন। রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক মুনতাকিমুল ইসলাম রুহানী। সবশেষে সরকারি ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা যুবদের কাজের বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করেন। ছবি- শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।
চিতলমারীতে মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল
চিতলমারীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত দোয়া ও আলোচনা সভা
  সর্বশেষ
তীব্র শীতে পলিথিন ঘেরা ছোট্ট ঘরে মা-ছেলের বসবাস
রাজধানী ঢাকার জনসাধারণ এখন যেন নিরাপত্তাহীনতায় ভুগছে, চোখের সামনে ঘোটে গেল এক বিরল ঘটনা।
সিংড়া প্রেস ক্লাবের ৪র্থ বারের মত সভাপতি হলেন মানবাধিকার খবরের জেলা প্রতিনিধি মোল্লা মোঃ রানা
কুমিল্লা অন্ধকল্যান সমিতির দূর্নীতি ও অর্থলুটের বিষয়ে ব্যবস্থাগ্রহন না করায় পাঁচ সরকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308