রবিবার, মে ৫, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * কুমিল্লার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষা নিবাস আইনজীবী মোঃ মওদুদ আব্দুল্লাহর মোবাইল ছিনতাই   * ডিককুলে নিরীহ সামশুল আলমের ভোগ দখলীয় বাড়িভিটা দখলে নিতে মরিয়া ভূমিদস্যুরা   * বান্দরবানে রাজার মাঠে মঞ্চ তৈরি বন্ধে জেলা প্রশাসককে রাজার চিঠি;   * কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক   * কুড়িগ্রামে তিস্তাপাড়ের মানুষের ভাঙন দুঃস্বপ্নে কাটছে দিন   * কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর আ.লীগ নেতাসহ ৩ জন উদ্ধার   * কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেলেন আরেক শ্রমিক   * ২৪ ক্যান বিয়ারসহ যুবলীগ সভাপতি আটক;   * ১৪মে থেকে হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে শুরু   * দুই ঘন্টা পর গাজীপুরে ট্রেন চলাচল শুরু  

   সারাদেশ
গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি,দিশেহারা চাষিরা
  Date : 25-04-2024
গাজীপুরের শ্রীপুরে অব্যাহত অনাবৃষ্টি আর তাপদাহে পুড়ে যাচ্ছে লিচুর মুকুল।সেই সঙ্গে ঝরে পড়ছে লিচুর গুটি। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। শ্রীপুর উপজেলার  বিস্তীর্ণ অঞ্চলের লিচু গাছগুলোতে এবার সমারোহ ঘটে ব্যাপক মুকুলের। চৈত্র মাসের শেষদিক থেকেই আসতে শুরু করে গুটি। কিন্তু অব্যাহত তাপদাহ আর অনাবৃষ্টির কারণে পুড়ে যাচ্ছে গাছের মুকুল, ঝরে পড়ছে নতুন গুটি। এতে প্রথম অবস্থায় গাছের মুকুল দেখে বেশ আশান্বিত হলেও এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন শ্রীপুরের লিচু চাষিরা। শ্রীপুর পৌরসভার কেওয়া,মাওনা,তেলিহাটি, কাওরাইদ সহ  বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা লিচু রক্ষায় বাগানে সেচ ও গাছের পরিচর্যা করছেন। কেউ কেউ লিচু রক্ষার জন্য গাছে কীটনাশক প্রয়োগ করছেন।শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের লিচু চাষি ফজলুল হক আকন্দ  জানান, তার বাগানে ছোটবড় মিলিয়ে শতাধিক লিচুর গাছ রয়েছে। প্রথম অবস্থায় প্রায় প্রতিটি গাছেই ব্যাপক মুকুল আসায় এবার লিচু নিয়ে বেশ লাভের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু গুটি আসার মোক্ষম সময়ে তীব্র রোদ আর গরমের কারণে পুড়ে গেছে গাছের অনেক মুকুল এবং এখন ঝরে পড়ছে লিচুর গুটি। এ অবস্থায় ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি। একই এলাকার লিচু চাষি রাসেল  জানান, মাদ্রাজি ও বোম্বে জাতের লিচু গাছে এবার ব্যাপক মুকুল আসে। বর্তমানে বিরূপ আবহাওয়ার কারণে বোম্বে লিচুর গাছে মোটামুটি ভালো গুটি থাকলেও মাদ্রাজি জাতের লিচুর গাছের বেশিরভাগ মুকুল রোদে পুড়ে গেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ী  গ্রামের চাষি আকবর  বলেন, লিচুকে কেন্দ্র করেই এ অঞ্চলের হাজারো মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। কিন্তু প্রকৃতির এই বিরূপ আচরণে এবার লিচুর ফলন নিয়ে শংকায় তারা। প্রতিকূল এই আবহাওয়ার কারণে এবার লিচুর ব্যাপক ক্ষতি হবে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা জানান, বর্তমানে সাড়ে এক হাজার হেক্টরেরও বেশি জমিতে লিচুর গাছ রয়েছে। লিচুগাছে এবার প্রচুর মুকুল আসার পরও বৈরী আবহাওয়ার কারণে কিছু মুকুল ঝরে যাচ্ছে। তারপরও এখন দানা পর্যায়ে চলে এসেছে। আমরা চাষি পর্যায়ে বলছি- এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা যদি সঠিকভাবে সেচ দেয়, সঠিকভাবে ওষুধ প্রয়োগ করে তাহলে এই লিচুকে আমরা হারভেস্ট পর্যন্ত নিয়ে যেতে পারব এবং আমরা পর্যাপ্ত ফলন পাবো।  আবহাওয়ার প্রতিকূল এ অবস্থা মোকাবিলা করে লিচু রক্ষায় চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
 গাজীপুর প্রতিনিধি: 


  
  সর্বশেষ
কুমিল্লার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষা নিবাস আইনজীবী মোঃ মওদুদ আব্দুল্লাহর মোবাইল ছিনতাই
ডিককুলে নিরীহ সামশুল আলমের ভোগ দখলীয় বাড়িভিটা দখলে নিতে মরিয়া ভূমিদস্যুরা
বান্দরবানে রাজার মাঠে মঞ্চ তৈরি বন্ধে জেলা প্রশাসককে রাজার চিঠি;
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভূমিকা" শীর্ষক গোল টেবিল বৈঠক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308