শনিবার, মে ১৮, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত হলো কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রেজা ;   * স্ত্রী হত্যা মামলা ; চট্টগ্রাম আদালতে অসুস্থ হয়ে পড়েন সাবেক এসপি বাবুল আক্তার   * বান্দরবানের থানচি-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহা পরিচালক ;   * লক্ষ্মীপুরে কাটতে হবে ১৫ হাজার গাছ!   * কক্সবাজারে সুপেয় পানির সংকট, আলোর মুখ দেখছে না দেড়শ কোটি টাকার প্রকল্প;   * বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার খোঁজ খবর নিলেন ডোনাল্ড লু   * ডাঃ মেজর জেনারেল মোঃ ইউসুফ : ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক   * কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এনজিওগুলোর গতিবিধির উপর নজরদারি বাড়ছে;   * কক্সবাজারের ঈদগাঁওতে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারাগারে;   * শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থী জলিলের পক্ষে গণসংযোগ-প্রচার  

   সারাদেশ
কুমিল্লার সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষা নিবাস আইনজীবী মোঃ মওদুদ আব্দুল্লাহর মোবাইল ছিনতাই
  Date : 04-05-2024

কুমিল্লায় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ শুভ্র এর মোবাইল এবং মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ প্রমানাদী ও নগদ টাকা ছিনতাই। শনিবার দুপুর তিনটায় কুমিল্লা হাউজিং এস্টেট এলাকা থাকে একজন প্রতিবন্ধী যুবক মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।মওদুদ শুভ্র জানায়, মোবাইলটি আমার সাংবাদিকতা ও আইন পেশার জন্য ব্যাবহার হয়। যার ফলে আমার মোবাইলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথী, সংবাদ, ছবি, সংবাদের তথ্য, গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথপোকথনের লিস্ট ও ভয়েজ ম্যাসেজ ব্যাবহার করে আমাকে ব্ল্যাকমেইল অথবা বিপদে ফেলবে বলে ধারণা করছি। বিষয়টি কুমিল্লা কোতোয়ালি থানায় লিখিত ভাবে জানিয়েছি। যাহার এস ডি আর নাম্বার-২৬৫৫.তারিখ:০৪.০৫.২০২৪ ইং।মোবাইল ফোনের তথ্য - মডেল- oppo- f21 pro, imei no. 01- 867768052100959, imei no.02- 687768052100942, যার আনুমানিক মূল্য- ৩২৯৯০ টাকা। শুভ্র আরও বলেন, যেহেতু আমি সংবাদ প্রচার ও আইনী পরামর্শ দিয়ে থাকি যার ফলে বিভিন্ন ধরনের অপরাধীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই দীর্ঘ দিন ধরে আমাকে সামাজিক ও মানসিক ভাবে ক্ষতি করতে একটি কুচক্রী মহল আমাকে ফলো করে আসছে। যা আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। এছাড়াও আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমি দেশের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে জানিয়েছি। যা ইতোমধ্যে বাংলাদেশর গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নির্দিষ্ট ভাবে জানাই। তাছাড়াও বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে বিগত দিনে নিউজও প্রকাশিত হয়। এরআগে গত কিছুদিন আগে আমার অফিসের জানালা ভেঙ্গে ও বাসার সামনের সড়ক থেকে একটি ব্যাগে থাকা আমার ক্যামেরা ও ডেক্সে থাকা সকল গুরত্বপূর্ণ কাজপত্র দলিল নিয়ে যায়। এই বিষয়গুলো আমি আমার পরিবার পরিজনদের সার্বিক আত্মরক্ষা সুরক্ষা ও নিরাপত্তা কল্পে আমি একাধিক জি ডি সহ ও থানায় অভিযোগ দাখিল করি।এছাড়াও আমি কুমিল্লা জেলা পর্যায়ে মাননীয় পুলিশ সুপার থেকে শুরু করে মাননীয় আই জি পি থেকে শুরু করে মাননীয় আইজিপি পর্যন্ত,এন এস আই কুমিল্লার যুগ্ন পরিচালক, মাননীয় র‍্যাব ১১ সি পি সি -২ কোম্পানি কমান্ডার থেকে শুরু করে র‍্যাবের এ ডি জি অপারেশন ও ডি জি মহোদয় কেও জানাই থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত লিখিতভাবে অবগত করি।এরা আমাকে পরাভূত ও কর্মহীন করার জন্য নানাবিধ তথ্য অপ প্রচার সহ প্রশাসন এর নাম ধারী কু চক্রীয় মহল এহেন কার্যকলাপ করে আসছে। তারা আমার বাসস্থানের আশে পাশে এলাকা থেকে শুরু করে নিয়মিত ভাবে বিভিন্ন লেবাসে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে যে কোন মাধ্যমে জান - মাল- প্রান নাস করিবে।এমতা অবস্থায় আমি ও আমার পরিবার যেকোনো সময় যেকোনো মুহূর্ত যেকোনো জায়গায় এই চক্রের তথ্য বিভ্রান্তি ও সন্রাসী কার্যকলাপে কারনে আমি গুম- খুনের আশংকায় রয়েছি। আজও উক্ত বিষয়ে আমি কুমিল্লার পুলিশ সুপার, অফিসার ইনচার্জ - ডি বি পুলিশ, র‍্যাব কর্মকর্তাদের কে লিখিত ভাবে জানিয়েছি।উক্ত বিবিষয়গুলো গুরত্ব দিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে প্রশাসন আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা করছি।

স্টাফ রিপোর্ট

 



  
  সর্বশেষ
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত হলো কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রেজা ;
স্ত্রী হত্যা মামলা ; চট্টগ্রাম আদালতে অসুস্থ হয়ে পড়েন সাবেক এসপি বাবুল আক্তার
বান্দরবানের থানচি-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহা পরিচালক ;
লক্ষ্মীপুরে কাটতে হবে ১৫ হাজার গাছ!

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308