আগামী ৩০ নভেম্বরের 2023ইং এর মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পরদিন ২৮৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি।
27 নভেম্বর সোমবার বিকালে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
গত সপ্তাহে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি ও জমার কাজ চলে।এরপর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে চূড়ান্ত প্রার্থীদের নাম জানাল দলটি।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে তাতে ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগ, ১৪ দল ও জাতীয় পার্টি আসন সমঝোতা করে ভোটে অংশ নিচ্ছে। তবে এবার কোনো জোট বা কারও সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার কথা গত 22 নভেম্বর জানিয়েছিলেন মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, “জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে।… আমরা কারো সঙ্গে আসন সমঝোতায় যাব না।
মানবাধিকার খবর