শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন   * চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;   * ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;   * গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড   * কক্সবাজারের টেকনাফে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ   * মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর   * ট্রাকচাপায় সড়কে ঝড়ল অটোরিকশা চালকের প্রাণ   * ৭নং ওয়ার্ডে এনজিও সংস্থা প্রত্যাশী এর সেমিনার অনুষ্ঠিত ;   * কুড়িগ্রামে অযৌক্তিক রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন   * কুড়িগ্রামে তীব্র গরমে অচেতন হয়ে বৃদ্ধের মৃত্যু  

   সারাদেশ
সাতক্ষীরায় ৭উপজেলা পরিষদ নির্বাচন// ৫৯৭ টি কেন্দ্রে ভোটের ফলাফল
  Date : 25-03-2019

রফিকুল ইসলাম, সাতক্ষীরা, কালিগঞ্জ ঃ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রবিবার (২৪ মার্চ) কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হলেও উপজেলার ১২ ইউনিয়নের ৭৮ টি কেন্দ্রের অধিকাংশতে ভোটারদের উপস্থিত ছিল কম। উপজেলার বন্দকাটি, এম.এমপুর চৌমুহনী, ফতেপুর, নামাজগড়, ইন্দ্রনগরসহ কয়েকটি কেন্দ্রে মহিলা ভোটারদের ভিড় থাকলেও পুরুষদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৯১৬ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ৭৯০ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ৩ হাজার ৪৩০জন। ভোট প্রদানের হার শতকরা ৪৭ দশমিক ৩৮ ভাগ। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৩৩০ টি। ৫৬ হাজার ৮৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী (ঘোড়া প্রতীক)। নিকটম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭৬৬ ভোট। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত এএসপি আলহাজ্জ্ব শেখ আতাউর রহমান পেয়েছেন ৯৪৯৬ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থী ছিলেন ৭জন। ৪৩ হাজার ১৮১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম (তালা)। নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু (বই প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৬২২ ভোট। এছাড়া সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম (টিয়া পাখি) পেয়েছেন ১১ হাজার ৫৪৬ ভোট, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম (মাইক) পেয়েছেন ২ হাজার ২৮৯ ভোট। উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির (উড়োজাহাজ) পেয়েছেন ৩ হাজার ৫১৯ ভোট, সাবেক যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস (টিউবওয়েল) পেয়েছেন ১২ হাজার ৩৯১ ভোট এবং মাছ ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার (চশমা) পেয়েছেন ৫৭৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চার প্রার্থী। ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা যুবলীগের সভানেত্রী সাবেক ইউপি সদস্য দিপালী রাণী ঘোষ (ফুটবল) ৩৬ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিষ্ণুপর ইউপি’র সাবেক সদস্য ফারজানা আক্তার আফি (হাঁস) পেয়েছেন ৩৪ হাজার ১৫৯ ভোট। এছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক ইউপি সদস্য জেবুন্নাহার জেবু (পদ্মফুল) পেয়েছেন ১৬ হাজার ৯৯১ ভোট এবং মিসেস আফসানা বেগম (কলস) পেয়েছেন ১০ হাজার ৩৩১ ভোট।

শ্যামনগরঃ শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ৮৯টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীক নিয়ে ৭২ হাজার ৫শত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গণি দোয়াত কলম প্রতীকে নিয়ে ১০ হাজার ৯শত ৬৮ ভোট পেয়েছেন, লাঙ্গল প্রতীক নিয়ে এড. আজিবর রহমানর ৯৬৪ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩২ হাজার ৮শত ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স.ম. আব্দুস সাত্তার তালা প্রতিক নিয়ে ২৪ হাজার ভোট পেয়েছেন, উড়োজাহাজ প্রতীক নিয়ে শেখ মিজানুর রহমান ৯ হাজার ৬৪ ভোট, চশমা প্রতীক নিয়ে শেখ ফারুক হোসেন ৯৫৭ ভোট পান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আইয়ুব ডলি ৪৫ হাজার ৯শত ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাপিয়া হক ১৫ হাজার ৪শত ৯৯ ভোট পেয়েছেন, পদ্মফুল প্রতীক নিয়ে নুরজাহান পারভীন ঝর্ণা ১৩ হাজার ১শত ভোট, ফুটবল প্রতীক নিয়ে নাফিজা সুলতানা ৮ হাজার ৪৬ ভোট পান।
সাতক্ষীরা সদরঃ উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে আসাদুজ্জামান বাবু। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আসাদুজ্জামান বাবু ৬২ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের এস.এম শওকত হোসেন পেয়েছেন ৩৪হাজার ৩৫৮ ভোট। অপর বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতিকের গোলাম মোরশেদ পেয়েছেন ২৭ হাজার ৫১৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিউবওয়েল প্রতীকের মারুফ তানভীর হুসাইন সুজন ৪৫ হাজার৬১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের মিজানুর রহমান মিজান ৩৪ হাজার ৩৬৫ ভোট, মাইক প্রতিকের শাহজাহান আলী ১৫ হাজার ৩৭২ ভোট, চশমা প্রতীকের রাশেদুজ্জামান রাশি ১১ হাজার ৬৯৬ ভোট, টিয়া পাখি প্রতীকের শেখ তামিম আহমেদ সোহাগ ১০ হাজার ৩৫ ভোট এবং উড়োজাহাজ প্রতীকের শেখ আক্তার হোসেন ৭হাজার ৩২ ভোট পেয়েছেন।
এদিকে মহিলা পদে বেসরকারভাবে যারা নির্বাচিত হয়েছেন কহিনুর ইসলাম। তিনি প্রজাপ্রতি প্রতীক নিয়ে ৬০ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের তহমিনা ইসলাম ৩১ হাজার ৪০৮ ভোট এবং অপর প্রার্থী ফুটবল প্রতীকের সোনিয়া পারভীন শাপলা ২৯ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন।

দেবহাটা: দেবহাটায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল গণি। ভাইস চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রথমে উপস্থিতির হার ছিল খুবই কম। বেলা বাড়ার পর থেকে কিছুটা বাড়তে থাকে ভোটাদের সংখ্যা। এমনকি দুপুরের পরবর্তী সময়েও কিছুটা উপস্থিতির হার লক্ষ্য করা যায়। তবে ভোট কেন্দ্রে উপস্থিতি বেশি না থাকলেও কেন্দ্রর বাহিরে ছিল ব্যাপক সমাগম।
দেবহাটার ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আব্দুল গনি নৌকা প্রতীক পেয়েছে ২৪৭৬৫টি ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম গোলাম মোস্তফা আনারস প্রতীক ১৬২৯৫টি, মাহবুব আলম খোকন ঘোড়া প্রতীক ৩৫৫৫টি, সাঈদ মাহবুর রহমান মটরসাইকেল প্রতীক ২৩৮৬ ও অজিহার রহমান আম প্রতীক ১০৮১ ভোট পেয়েছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সবুজ তালা প্রতীক পেয়েছে ২১২১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিন্নুর উড়োজাহাজ প্রতীক ১৩৪১৮, মনিরুল ইসলাম মনি টিউবওয়েল প্রতীক ৯৩৪১, আনিছুর রহমান বকুল চসমা প্রতীক ৪৩৩৪ ও রিয়াজুল ইসলাম আম প্রতীক ২৩৩ ভোট পেয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জি এম স্পর্শ কলস প্রতীক পেয়েছে ১৭৬৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আমেনা রহমান পদ্মফুল প্রতিক ১৫৫৯০, প্রিয়াংকা প্রজাপতি প্রতিক ৮৪২৪, আফরোজা পারভীন ফুটবল প্রতিক ৬১১০ ভোট পেয়েছে।
কলারোয়া: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাল্টু প্যানেল বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান পদে কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ নাজনীন খুকু জয়লাভ করেছেন।
চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বিজয়ী আমিনুল ইসলাম লাল্টু পেয়েছেন ৭১,৭৯১ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের ফিরোজ আহম্মেদ স্বপন পেয়েছেন ৩৭,২১১ভোট। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৪,৫৮০ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী কাজী আসাদুজ্জামান সাহাজাদা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫৮,৭৮৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এইসএম আরাফাত মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮,৫৪৮ভোট। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ১০,২৩৯ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী শাহনাজ নাজনীন খুকু হাঁস প্রতীকে পেয়েছেন ৫৮,৪৬৯ভোট। বিজয়ী প্রার্থী খুকুর চেয়ে ১৮,৩০৪ ভোট কম পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা আনোয়ার ময়না পেয়েছেন ৪০,১৬৫ভোট। অপর প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে রাজিয়া সুলতানা দুলালী পেয়েছেন ৮,৪৫৩ভোট।
২৪মার্চ রবিবার সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৭৫কেন্দ্রের ৪৯৬টি বুথে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলো ১,৮৫,৭৩০জন। চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১,১১,০৭৬টি। এর মধ্যে ভোট নষ্ট হয়েছে ২,০৭৪টি। ফলে বৈধ ভোট পড়েছে ১,০৯০০২টি। চেয়ারম্যান পদে ভোট পড়েছে শতকরা ৫৯.৮০ ভাগ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১,১০,৯৭২টি। এর মধ্যে ভোট নষ্ট হয়েছে ৩,৬৩৭টি। ফলে বৈধ ভোট পড়েছে ১,০৭৩৩৫ টি। ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে শতকরা ৫৯.৭৪ ভাগ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১,১১,০২৬টি। এর মধ্যে ভোট নষ্ট হয়েছে ৩,৯৩৯টি। ফলে বৈধ ভোট পড়েছে ১,০৭০৮৭ টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে শতকরা ৫৯.৭৭ ভাগ।
রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেত্রী শাহনাজ নাজনীন খুকুকে বিজয়ী ঘোষণা করেন। এদিকে, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তালাঃ তালায় ৩য় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৯৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টানা ৩ বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী ঘোষ সনৎ কুমার। ভাইস চেয়ারম্যান (পুরুষ) হিসেবে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) কলস প্রতীকে মুরশিদা পারভীন পাঁপড়ী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তালায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৩৭ হাজার ৪৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১৯ হাজার ২৮৫ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ১৮ হাজার ১৬১ জন। তালা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ঘোষ সনৎ কুমার ৫০ হাজার ৮৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম ফজলু হক হক আনারস প্রতীকে পেয়েছন ৪৮ হাজার ৫৫৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান ৫০ হাজার ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ৩১২ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মুরশিদা পারভীন পাঁপড়ি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন হাঁস প্রতীকের সাকিলা ইসলাম জুঁই।


আশাশুনিঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে এবিএম মোস্তাকিম। ভাইস চেয়ারম্যার পুরুষ ও মহিলা পদে বেসরকারভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন।
আশাশুনিতে উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের এবিএম মোস্তাকিম পেয়েছেন ৭৫ হাজার ৫৪১ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের শহীদুল ইসলাম পিন্টু পেয়েছেন ৪০হাজার ৭০৩ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে জেলা টিউবওয়েল প্রতীকের অসীম বরণ চক্রবর্তী ৪৪ হাজার ৭৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের সাহেব আলী সরদার ২৬হাজার ৭৭৩ ভোট, টিয়া পাখি প্রতীকের মো ফিরোজ ১৫হাজার ৭০ভোট, উড়োজাহার প্রতীকের জিএম আক্তারুজ্জামান ১২ হাজার ৪৪৬ ভোট, মাইক প্রতীকের স.ম সেলিম রেজা ৭ হাজার ২৯০ ভোট, তালা প্রতীকের মতিলাল সরকার ৬ হাজার ৩৮৫ ভোট এবং বই প্রতীকের আনিছুর রহমান ১হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।
এদিকে মহিলা পদে বেসরকারিভাবে মোসলেমা খাতুন বিজয়ী হয়েছেন। তিনি কলস প্রতীক নিয়ে ৬৯ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের হেনা গাজী ৪৩ হাজার ১৮৯ ভোট পেয়েছেন।

 

 



  
  সর্বশেষ
বাল্যবিবাহের কারণে বাড়ছে মাতৃ ও শিশু মৃত্যু: জাতীয় মানবাধিকার কমিশন
চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার শরীফ বলী;
ঢাকা,চাঁদপুর, নোয়াখালী ও ফেনী পাসপোর্ট অফিসে দুদকের অভিযান ;
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিকাণ্ড

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308