আটোয়ারীতে সিআরডি কর্তৃক খাদ্য ও কাপড় বিতরণ ॥মোঃ জাহেরুল ইসলাম ,পঞ্চগড়॥ পঞ্চগড়ের আটোয়ারীতে সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট(সিআরডি) সংস্কার কর্তৃক রমজান ও ঈদ উপলক্ষে ৭০০ জন দুস্থ’ মানুষের মাঝে রমজান ফুড ও ঈদ গিফ্ট বিতরণ করা হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার সিআরডি কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজ সম্পন্ন করা হয়। সিআরডি’র নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম উপস্থিত থেকে সিআরডি’র সুবিধাভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিআরডি অফিস সুত্রে জানাগেছে, প্রতি বছর রমজান শুরু হওয়ার আগেই রোজাদারদের জন্য সিআরডি ফুড প্যাকেজ ও ঈদ গিফ্ট হিসেবে কাপড় বিতরণ করে থাকেন। ফুড প্যাকেজে ১৫কেজি চাউল, ৪কেজি আটা, ২কেজি ছোলা, ৫কেজি আলু, ২কেজি মশুর ডাল, ২কেজি লবন, ২কেজি চিনি, ২লিটার সোয়াবিন তৈল ও ২ ডজন দিয়া শলাই রয়েছে এবং বয়স অনুযায়ী পুরুষ রোজাদারের জন্য জুব্বা, পায়জামা-পাঞ্জাবীর কাপড়, মহিলাদের জন্য শাড়ী ও থ্রি-পিচ বিতরণ করা হয়েছে। তথ্যমতে,৪২৫ জনকে খাদ্য প্যাকেজ এবং ২৭৫ জনের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।
|