|
জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিমের বাঁচার আকুতি |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
॥ ফুলবাড়ীগেট, খুলনা ॥ বিত্তবানদের সহযোগিতায় মাত্র কয়েক লক্ষ টাকায় ফিরে পেতে পারে মেধাবী ছাত্র আজিমের জীবন। নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গার গরীব অসহায় দিনমুজুর মহসিন হোসেনের পুত্র মোঃ আলিউল আজিমের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো কিন্তু ভাগ্যের নির্মম পরিনতিতে মাত্র ১৭ বছর বয়েসে তার শরীরে ভর করছে মরণব্যাধী ক্যান্সার। চার মাস আগে খুলনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা গ্রহনের পর ডাক্তারা বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে ক্যান্সারে আক্রান্ত বলে জানান। একই সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বাইরে নেওয়ার পরামর্শ দেন। অসহায় পিতা-মাতার সামনে টগবগে যুবক আজিম ধুকে ধুকে মৃত্যুর দিকে পতিত হওয়ায় পুত্রের চিকিৎসার জন্য মহসিন তার সহায় সম্বল যা কিছু ছিলো বিক্রি করে ভারতের কোলকাতার সরজ গুপ্তা ক্যান্সার সেন্টার এন্ড রিচার্জ ইন্সটিটিউ’এ চিকিৎসারধীন রয়েছে। বর্তমানে অর্থ অভাবে ভারতে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য দ্রুত সময়ে ৮/১০ লাখ টাকার প্রয়োজন। যে টাকা পেলে হওয়তো সুস্থ’ হয়ে আজিম আবারও স্বাভাবিক হয়ে ফিরে আসবে সকলের মাঝে। টাকা না পেলে অর্থ অভাবে চিকিৎসা সম্পন্ন না করেই তাকে দেশে ফিরে আসতে হবে। এ অবস্থায় অসহায় পরিবারটি তাদের সন্তানের জন্য সমাজের বিত্তবাদ, দানশীল মানুষের সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক ফুলতলা শাখা, অঈ গঋঝঅ-১১৬৩ যোগাযোগ ০১৮৫২৫১৯৪১৭ ও ০১৮৭৬২৩৫৩৫৭।
|
|
|
|
|