॥ দিহিদার জাহিদুল ইসলাম বুলু, কচুয়া ॥
কচুয়ায় আধুনিক ডাল চাষের লক্ষ্যে প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরন অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন রুমে বিভা এর উদ্যোগে ওঈঅজউঅ প্রকল্পর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। বিভার নির্বহী পরিচালক সুকুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -উপ-পরিচালক কৃষি অধিদপ্তর (খামার বাড়ি) বাগেরহাট কৃষিবিদ আফতাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষি অধিদপ্তর (খামার বাড়ি) বাগেরহাট কৃষিবিদ ধীরেন্দ্র নাথ মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ শাশ্বতি এদবর, সাবেক উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর মীর দ্বারাশীকো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, বিভার কচুয়ার ব্যাবস্থাপক-জয়দেব অধিকারী, তীর্থ শংকর মিত্র, প্রণব হাল,সগর মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মঘিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে ১২শত ৫০কেজি উন্নত মানের ডালের বীজ বিতরন করেন।