॥ মানবাধিকার খবর প্রতিবেদন ॥
সম্প্রতি নতুন বিশ্বসুন্দরীর মুকুট পেয়েছে ভারত। মানুষী চিল্লøার মিস ওয়ার্ল্ড শিরোপা জয়ী হয়ে অতীতের সাফল্যের ধারা ফিরিয়ে এনেছেন। বিশ্বের ১০৮জন প্রতিযোগী এবারের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের সবাইকে পিছনে ফেলে মানুষী ছিনিয়ে এনেছেন সেরার মুকুট।
ভারতের হারিয়ানার মেয়ে মানুষী চিল্লøার। মেডিক্যালের ছাত্রী। বাবা-মা দুজনই ডাক্তার। ২০ বছর বয়সী মানুষী ভারতের ভগত ফুল সিং সরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সম্প্র্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেব এটা আমার ছোটবেলার স্বপ্ন। এজন্য অনেক চেষ্টা ও সাধনা করেছি, নিজেকে সবদিক থেকে প্রস্তুত করেছি। এ ব্যাপারে পরিবারের সবাই আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমি আরও অনেক দূর পর্যন্ত যেতে চাই। আমার মা-ই আমার জীবনের অনুপ্রেরণা। তারই সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত।’ মানুষী ছোটবেলা থেকেই নাচের তালিম নিয়েছেন। বিশ্বসুন্দরীর প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিবেচিত হওয়ার জন্য বিচারকদের প্রশ্ন ছিল, কোন পেশায় বেশি বেতন হওয়া উচিত এবং কেন? এর জবাবে তিনি বলেন, ‘আমার চোখে মায়ের চাকরিটাই সেরা। তবে এর বেতন বা সম্মানী কাগুজে নোটে মাপা যাবে না। বরং ভালোবাসা আর সম্মানই একজন মায়ের সবচেয়ে বেশি প্রাপ্য।’
মেডিক্যাল ছাত্রী মানুষী তার বাবা-মায়ের মতো চিকিৎসক হয়ে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে চান। য়র মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন।