শনিবার, নভেম্বর ৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ   * কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে শীতের বার্তা, বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ   * প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোসহ তিন দফা দাবিতে পরীক্ষা বর্জনের হুমকি   * মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিবাচক অগ্রগতি পর্যালোচনা প্রয়োজন   * কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ   * পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত   * সাতক্ষীরা সাইবারঅপরাধপ্রতিরোধ, আইসিটিওইনোভেশনতথ্যঅধিকারবাস্তবায়নঅবেক্ষনওপরিবীক্ষণকমিটিরসভাঅনুষ্ঠিত   * চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড   * পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ দায়ের করা মামলা প্রত্যাহারে মামলার আসামীরা ও মাস্টার মাইন্ড স্যার নামীয় চক্রের নাসকতামুলক প্রানঘাতী বিভিন্ন ষরজন্ত্র আশ্রয় নিয়ে ৯০ ( নব্বই) দিনের অগ্রীম আল্টিমেটাম কার্যকর করেই চলছে,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনীর দৃষ্টি আকর্ষণ  

   স্বাস্থ্য ও চিকিৎসা
সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন গুরুতর অসুস্থ রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার দাবি
  Date : 01-07-2017

মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন গুরুতর অসুস্থ। তিনি লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস আরেফিনের তত্ত্বাবধানে রয়েছেন।
ডা. এম এস আরেফিন মানবাধিকার খবরকে জানান, জিয়াউদ্দিন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। ওষুধ ব্যবহারের মাধ্যমে তিনি এত দিন সচল ছিলেন। তার লিভার প্রায় ৭৫ শতাংশ অকেজো হয়ে পড়েছে। গত দুই মাসে তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া তিনি কিডনি, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া তার পুরোপুরি সুস্থ হওয়া কঠিন।
দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা নেই। এ অবস্থায় চিকিৎসকরা তাকে বিদেশ পাঠানোর পরামর্শ দিয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী খুব শৗঘ্রই তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লীতে নেয়া হবে বলে তার কনিষ্ট ছেলে  অনিন্দ্র এই প্রতিবেদককে জানান। এর আগেও গত বছর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এই মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার। জিয়াউদ্দিনের স্ত্রী কানিজ মাহমুদা মানবাধিকার খবরকে বলেন, `জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তার স্বামী জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। জাতির পিতার মেয়ে আজ রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন। বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ করবেন এমন প্রত্যাশা তার।`
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর ধরে জিয়াউদ্দিন লিভার সিরোসিসে ভুগছেন। প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়তেন। সর্বশেষ ১ জুলাই অসুস্থ হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় গত ৩ জুলাই তাকে কেবিনে নেওয়া হয়েছে।
   বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর মেজর (অব.) জিয়াউদ্দিনকে দেখতে গত ৪ জুলাই হাসপাতালে যান। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক, সেক্টর কমান্ডারস ফোরামের মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা ও  বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ তাকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউদ্দিন। মুক্তিবাহিনীর জেড ফোর্সের অধীনে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। বীরত্বের সঙ্গে সুন্দরবন অঞ্চলকে শত্রুমুক্ত রাখার জন্য তাকে সুন্দরবনের `মুকুটহীন সম্রাট` বলা হয়। সুন্দরবন রক্ষার জন্য তিনি `সুন্দরবন বাঁচাও` নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন। কখনও জেলেদের নিয়ে, কখনও প্রশাসনের সহায়তায় ওই অঞ্চলে ডাকাত নির্মূলে তিনি ভূমিকা পালন করেন। ডাকাতরা কয়েকবার তাকে হত্যার চেষ্টা করে।
তিনি পিরোজপুরে তার পিতার নামে আফতাব উদ্দিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। মানবাধিকার খবর পরিববার বর্গ তার আশু রোগমুক্তি কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



















  
  সর্বশেষ
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলা প্রত্যাহার সহ জোর পূর্বক চাঁদা দাবি করে তার দায়ের করা মামলার আসামীগনসহ ও তাদের দোসর " স্যার নামীয় চক্রদের " বিভিন্ন ষরজন্ত্র করে গুম খুন হত্যার অগ্রীম আল্টিমেটাম প্রদান,পুলিশ প্রশাসন সহ যৌথ বাহিনী দৃষ্টি আকর্ষণ
কার্তিকের মাঝামাঝি বৃষ্টিতে শীতের বার্তা, বিপাকে কুড়িগ্রামের প্রান্তিক জনপদ
মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিবাচক অগ্রগতি পর্যালোচনা প্রয়োজন
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308